AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে ফিরল টাইমড আউটের স্মৃতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
বিপিএলে ফিরল টাইমড আউটের স্মৃতি

গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন সাকিব আল হাসান। যা নিয়ে ব্যাপক সমালোচনারও শিকার হয়েছিলেন দেশসেরা এই ক্রিকেটার। এবার বিপিএলেও ফিরে এলো সেই টাইমড বিতর্ক।তবে মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেলেন।

 মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এই ম্যাচেও টাইমড আউটের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেননি মেহেদী হাসান মিরাজ ।

খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল চিটাগং। ইনিংসের সপ্তম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নেওয়াজ। প্রথম বলেই স্বদেশী হায়দার আলিকে সাজঘরে পাঠান নেওয়াজ। এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল।

তবে মাঠে নামতে যে নির্ধারিত সময় সেটি পার হয়ে যায় ততক্ষণে। ফলে মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে টাইমড আউটের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে আম্পায়ার আউটে সাড়া দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল।

পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন। স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখান খুলনা অধিনায়ক। কর্নেল নিজেও ধামসআপ দেখান। এ ছাড়া মাঠের বাইরে থাকা কিংস কর্নধার সামির কাদের চৌধুরীকেও দেখা যায় কিছুটা স্বস্তিতে।

কিন্তু পরে ব্যাট করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি কর্নেল। প্রথম বলেই শট কাভারে ক্যাচ তুলে দিয়ে সেই নাওয়াজের বলেই বিদায় নেন কর্নেল।

 


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!