AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের রেকর্ড বোর্ডে নাম উঠল নীতীশের!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১৮ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের রেকর্ড বোর্ডে নাম উঠল নীতীশের!

বিসিসিআইয়ের পক্ষ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়েছে মেলবোর্ন টেস্টের পর। যেখানে দেখা যাচ্ছে মেলবোর্নের অনার বোর্ডে নাম উঠেছে ম্যাচে ফাইভ উইকেট হল নেওয়া ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ এবং শতরান করা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির। সেখানে দাঁড়িয়ে নীতীশ রেড্ডি ছবিও তুললেন, নিজের মোবাইলেও ক্যামেরাবন্দী করলেন।

মেলবোর্ন টেস্টে ভারতীয় দল ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারলেও টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার এই টেস্টে নজরও কেড়েছেন, সেকথা অস্বীকার করলে চলবে না। প্রথমেই অবশ্যই জসপ্রীত বুমরাহ, যিনি ম্যাচে একাই ৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছেলিন। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া।

দ্বিতীয়জন নীতীশ রেড্ডি, যিনি প্রথম ইনিংসে ভারতীয় দলের মান বাঁচিয়েছিলেন। শতরান করে মেলবোর্নে ভারতীয় দলকে ফলো অনের লজ্জা ভোগ করতে দেননি। লড়ে গেছিলেন টেলেন্ডারদের নিয়ে। যখন সুন্দর, জাদেজারা ফিরেছিলেন তখনও হার মানেননি। যদিও তাঁর শতরানের পরেও টিম ইন্ডিয়ার ১১জন ব্যাটার মিলে দ্বিতীয় ইনিংসে একটা দিনও ব্যাটিং করতে পারেনি।

তৃতীয়জন যশস্বী জসওয়াল। ভারতীয় দলকে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাট হাতে, যখন দলের আসল দলনেতাই চূড়ান্ত ব্যর্থ। প্রথম ইনিংসে ৮২র পর দ্বিতীয় ইনিংসে ৮৪। শতরানের সুযোগ হাতছাড়া করেছেন তিনি, তবে তিনিই আপাতত দলের সর্বোচ্চ রানের মালিক এই সিরিজে। তবে একটুর জন্য তাঁর নাম মেলবোর্নের অনার বোর্ডে উঠল না।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে মেলবোর্ন টেস্টের পর। যেখানে দেখা যাচ্ছে মেলবোর্নের অনার বোর্ডে নাম উঠেছে ম্যাচে ফাইভ উইকেট হল নেওয়া ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ এবং শতরান করা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির। সেই বোর্ডের সামনে দাঁড়িয়ে নীতীশ রেড্ডি ছবিও তুললেন, নিজের মোবাইলেও ক্যামেরাবন্দী করলেন। মেলবোর্ন টেস্টের আগে পাঁচ ইনিংসে রেড্ডির সংগ্রহ ছিল, ৪১, ২৮, ৪২,৪২ এবং ১৬। অস্ট্রেলিয়ায় তৃতীয় কনিষ্ঠতম ভারতীয় টেস্ট ব্যাটার হিসেবে শতরান করেন নীতীশ।

মেলবোর্নে প্রথম ইনিংসে ৯৯ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেন জাস্সি। ম্যাচে ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোনেও পৌঁছে যান তিনি। বক্সিং ডে টেস্টে এমসিজিতে বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়াল ২৪এ, গড় ১৪.৬৬। স্ট্রাইক রেট ৩২.৭ আর ইকোনমি ২.৬৮। দ্রুততম ২০০ উইকেটের তালিকায় ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, কাজিসো রাবাদার পরেই নাম রয়েছে বুমরাহর। ২০২৪ সাল বুমরাহ শেষ করেছেন ১৩ ম্যাচে ৭১ উইকেট নিয়ে। দীর্ঘ ফরম্যাটে এবছরে তিনিই সেরা বোলার।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!