AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার পেস তোপে প্রথম দিনই অলআউট ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৩ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
অস্ট্রেলিয়ার পেস তোপে প্রথম দিনই অলআউট ভারত

অস্ট্রেলিয়ার পেস তোপে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনই ১৮৫ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। অস্ট্রেলিয়ার তিন পেসার স্কট বোল্যান্ড-প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক মিলে ৯ উইকেট নেন।জবাবে দিন শেষে ১ উইকেটে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ১৭৬ রানে পিছিয়ে অসিরা।

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটি করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরাহ। অফ-ফর্মের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে।ব্যাট হাতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার লোকেশ রাহুল৪ রান করে শিকার হন  পেসার স্টার্কের। 

৬ রান পর সাজঘরে রাহুলের সঙ্গী হন আরেক ওপেনার যশ্বসী জয়সওয়াল। ১০ রান করে অস্ট্রেলিয়ান পেসার বোল্যান্ডের শিকার হন তিনি।১৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন শুভমান গিল ও বিরাট কোহলি। ১০৬ বল খেলে ৪০ রানের জুটি গড়েন তারা। ২টি চারে ২০ রান করা গিলকে থামিয়ে জুটি ভাঙেন  স্পিনার নাথান লিঁও।

উইকেটে সেট হয়ে বোল্যান্ডের শিকার হয়ে সাজঘরে ফিরেন কোহলি। বাউন্ডারি বা ওভার বাউন্ডারি ছাড়া ৬৮ বলে ১৭ রান করেন তিনি।৭২ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ভারত। এ অবস্থায় অস্ট্রেলিয়া বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ঋসভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। ১৫১ বলে ৪৮ রানের জুটিতে দলের রান ১শ পার করেন তারা।

দলীয় ১২০ রানে পান্তকে শিকার করে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন বোল্যান্ড। পান্তকে শিকারের পরের ডেলিভারিতে নিতিশ কুমার রেড্ডিকে বিদায় দিয়ে হ্যাট্টিকে সম্ভাবনা জাগান বোল্যান্ড। কিন্তু সেটি হতে দেননি ওয়াশিংটন সুন্দর। ৩টি চার ও ১টি ছক্কায় পান্ত ৯৮ বলে ৪০ এবং নিতিশ শূন্যতে ফিরেন।

কিছুক্ষণ বাদে স্টার্কের শিকার হয়ে ২৬ রানে প্যাভিলিয়নে ফিরেন জাদেজাও। এতে ১৩৪ রানে সপ্তম উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ভারত। কিন্তু সুন্দরের ১৪ এবং শেষদিকে বুমরাহর ১৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ রানের কল্যাণে ১৮৫ পর্যন্ত যেতে পারে ভারত।
বোল্যান্ড ৪, স্টার্ক ৩ ও কামিন্স ২ উইকেট নেন।

জবাবে দিন শেষে৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। ওপেনার উসমার খাজা ২ রান করে শিকার হন বুমরাহর। ৭ রানে অপরাজিত আছেন স্যাম কনস্টাটস ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!