AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্লেটার-গেইলদের ক্লাবে যশস্বী, পিছনে ফেললেন বীরু-রোহিতকে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৩ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
স্লেটার-গেইলদের ক্লাবে যশস্বী, পিছনে ফেললেন বীরু-রোহিতকে

সিডনি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের তরুণ ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ৩৫ বলে ৪টি চারের সাহায্যে ২২ রানের ইনিংস খেলেন। যশস্বী দ্বিতীয় ইনিংসে যে শুরুটা করেছিলেন তা তিনি ধরে রাখতে পারেননি এবং আগের ম্যাচের মতো বড় রানও করতে পারেননি। যাই হোক, দ্বিতীয় ইনিংসে যশস্বী যখন ব্যাট করতে ক্রিজে আসেন, তখন প্রথম ওভারে তিনি যেভাবে মিচেল স্টার্কের বিরুদ্ধে ব্য়াটিং করেছিলেন তা এক কথায় অসাধারণ ছিল।

সিডনি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হলে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভার করতে আসেন মিচেল স্টার্ক। তার প্রথম ওভারে, যশস্বী জসওয়াল চারটি চার মেরে তাঁকে স্বাগত জানান। মিচেল স্টার্কের সেই ওভারে যশস্বী জসওয়াল ১৬ রান করেন। ভারতের হয়ে টেস্টের প্রথম ওভারে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হন যশস্বী। তাঁর আগে ভারতের হয়ে টেস্টের প্রথম ওভারে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানরা ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং রোহিত শর্মা। ২০০৫ সালে সেহওয়াগ মহম্মদ খলিলের এক ওভারে ১৩ রান করেছিলেন এবং রোহিত শর্মা ২০২৩ সালে প্যাট কামিন্সের এক ওভারে ১৩ রান করেছিলেন।

টেস্টে প্রথম ওভারে ভারতীয় ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি রান
১৬ রান – যশস্বী জসওয়াল বনাম মিচেল স্টার্ক ২০২৫

১৩ রান - বীরেন্দ্র সেহওয়াগ বনাম মহম্মদ খলিল, ২০০৫

১৩ রান – রোহিত শর্মা বনাম প্যাট কামিন্স, ২০২৩

বিশ্ব ক্রিকেটেও নজির গড়েছেন যশস্বী যশস্বী জয়সওয়াল। টেস্টে ইনিংসের প্রথম ওভারে সর্বাধিক রান করার ব্যাটারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন যশস্বী জসওয়াল। এই তালিকায় অনেকেই রয়েছেন যারা টেস্ট ম্যাচের প্রথম ওভারে ১৬ রান করেছে। মাইকেল স্লেটার, ক্রিস গেইল, ওশাদা ফার্নান্দোদের সঙ্গে এখন তালিকায় যুক্ত হয়েছে যশস্বী জসওয়ালের নাম। তবে আর এক রান করলে তিনি সকলকে টপকে যেতে পারতেন।

দেখে নিন সেই তালিকা-
১৬ রান - যশস্বী জসওয়াল বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ২০২৫

১৬ রান - মাইকেল স্লেটার বনাম ইংল্যান্ড, বার্মিংহাম, ২০০১

১৬ রান - ক্রিস গেইল বনাম নিউজিল্যান্ড, অ্যান্টিগা, ২০১২

১৬ রান - ওশাদা ফার্নান্দো বনাম বাংলাদেশ, মিরপুর, ২০২২

যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ায় তার প্রথম টেস্ট সফরে ৩৯১ রান করেছিলেন এবং এই টেস্ট সিরিজে তিনি ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সামগ্রিকভাবে, ট্র্যাভিস হেডের পর এই টেস্ট সিরিজে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। পার্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস দিয়ে সিরিজ শুরু করেছিলেন যশস্বী। পরের দুই টেস্ট ম্যাচে তিনি যথাক্রমে ২৪ ও ৮ রান করেন। ২৩ বছর বয়সি এই খেলোয়াড় বক্সিং ডে টেস্ট ম্যাচে তার ব্যাটিং দক্ষতা দেখিয়েছিলেন এবং দুই ইনিংস মিলিয়ে মোট ১৬৬ রান করেছিলেন। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে তিনি মাত্র ৩২ রান করেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!