সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে গত তিন বছর ধরে খেলছেন ক্রিশ্চিয়ানো রােনালদো। এই সময়ের মধ্যে ক্লাবটির হয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৭৪টি গোল, করিয়েছেন আরও ১৮টি। এবার কি ক্লাব আল নাসেরের হয়ে ইতি টানবেন এই পর্তুগীজ তারকা? চলতি মৌসুমেই চুক্তি শেষ হচ্ছে রোনালদোর। ভবিষ্যতে তিনি কী করবেন, সে কথা জানালেন সি আর সেভেন।
চুক্তি শেষ হলেও রােনালদো ক্লাব ছাড়তে চাইছেন না। তিনি চান, চুক্তি আরও বাড়াতে। তার বড় কারণ, তার পরিবার। স্ত্রী জর্জিনা ও সন্তানদের সৌদি আরবে থাকতে ভালো লাগছে। তাই সেই দেশ ছাড়তে চান না রােনালদো।
তিনি বলেন, ‘আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে।’
রােনালদো গত তিন বছর যা খেলেছেন তাতে সৌদির ক্লাব তার চুক্তি বাড়াতে সাগ্রহে রাজি হবেন। সেই কারণেই হয়তো নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন পর্তুগালের ফুটবলার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :