AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইঙ্গিত দিলেন নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৭ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইঙ্গিত দিলেন নেইমার

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে ইন্টার মিয়ামিতে আবারো একত্রিক হবার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। একইসাথে তিনি বলেছেন, ‘ফুটবল সবসময়ই বিস্ময়ে ভরা।’৩২ বছর বয়সী নেইমারের সাথে সৌদি পেশাদার ক্লাব আল হিলালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। সৌদি লিগে আসার পর থেকে ইনজুরির কারনে বারবার অনুপস্থিত থাকায় নেইমারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে।

মধ্যপ্রাচ্যের ক্লাবে আসার পরপরই আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ফিটনেস ফিরে পাবার একেবারে শেষ মুহূর্তে আবারো হালকা ইনজুরিতে পড়েছেন।

নেইমার বলেছেন, ‘অবশ্যই আবারো মেসি ও সুয়ারেজের সাথে খেলতে পারার বিষয়টা দুর্দান্ত। তারা আমার খুব ভাল বন্ধু। আমরা সবসময় একে অপরের সাথে কথা বলে থাকি। আবারো এই তিনজন এক দলে খেলাটা অনেকের জন্যই আগ্রহের বিষয় হবে। সৌদি আরবের আল হিলালে আমি বেশ স্বস্তিতে রয়েছি। কিন্তু কে জানে ভবিষ্যতে কি হবে, ফুটবল বিস্ময়ে ভরা।’

২০২৩ সালের ডিসেম্বরে মেজর লিগ সকার ক্লাব মিয়ামিতে মেসি ও সুয়ারেজ আবারো মিলিত হয়েছেন। তারা দুজন মিলে ২০২৪ সালে মিয়ামিকে এমএলস সাপোর্টাস শিল্ড উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই দলটির হয়ে মেসি-সুয়ারেজ মিলে একের পর এক নতুন রেকর্ড গড়ে তুলেছেন।

পিএসজির সাবেক এই সুপারস্টার নেইমার ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করেছেন। এ সম্পর্কে নেইমার বলেন, ‘আমি অবশ্যই চেষ্টা করবো। আমি সেখানে যেতে চাই। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ। এখানে খেলার জন্য আমি সবকিছু করতে রাজী আছি।’

একুশে সংবাদ/ এস কে 

Link copied!