AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৫ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ । সকালে শহরের এ-টিম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে রানীনগর উপজেলার করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়  টাইব্রেকারে ৩-১ গোলে আত্রাই উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচটি গোলশূন্য ড্র ছিল।

দিনের দ্বিতীয় ম্যাচে বালিকা বিভাগে রানীনগর উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

পাঁচদিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২টি দল অংশগ্রহণ করছে।  আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!