AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের মাধ্যমে তারুণ্যের উৎসব গতি পেয়েছে : ফাহিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
বিপিএলের মাধ্যমে তারুণ্যের উৎসব গতি পেয়েছে : ফাহিম

‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ এই স্লোগানে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তারুণ্য উৎসবের মাধ্যমে নতুন রূপে এবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট। এমনটাই জানিয়েছেন, বিপিএল এর সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।

তার মতে, বিপিএল উৎসবে নতুন মাত্রা যোগ করেছে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের শোককে সারা দেশে শক্তিতে রূপান্তর করেছে।

ফাহিম বলেন, ‘বিপিএলের প্রতিটি ম্যাচে দর্শকের উপস্থিতিই প্রমাণ করে কিভাবে এই টুর্নামেন্টে গতি পেয়েছে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও প্রতিদিনই টিকেট বিক্রি বাড়ছে। বিপিএল দেখতে এবারই প্রথমবারের মত ক্রিকেটপ্রেমিরা অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহ করেছে।’

এর আগে অনলাইন প্রক্রিয়া না থাকার কারণে টিকেট নিয়ে দুর্নীতি হয়েছে। তবে এবারের বিপিএলে এটি দেখা যায়নি।ফাহিম বলেন, ‘এভাবেই সবাই গড়তে চেয়েছিলো বাংলাদেশ। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। যা জুলাইয়ের গণজাগরণের মূল প্রতিপাদ্য ছিলো।’

তিনি আরও বলেন, ‘রাতারাতি কোন কিছুই পরিবর্তন হবে না। তবে বড় লক্ষ্য অর্জনের জন্য আমাদের এটি শুরু করতে হবে।’

ফাহিম জানান, ক্রিকেটের উন্মাদনা বাড়াতে প্রাথমিকভাবে একটি কনসার্ট করা হয়েছে। যেন তরুণ সমাজের নজরে আসে।

ফাহিম বলেন, ‘অতীতেও বিপিএলের শুরুতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু এবার ছিলো ভিন্ন মাত্রা। যুব সমাজকে সামনে রেখে আমরা একটি উন্মাদনা তৈরি করতে চেয়েছিলাম। আমরা বিপিএলকে নতুনভাবে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে চেয়েছি। তাই বিপিএলের তিন ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটেও কনসার্টের আয়োজন করা হয়। টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা বাড়াতে এটি বড় অবদান রেখেছিলো। কারণ আমরা টুর্নামেন্ট নিয়ে জনগণকে ভালো কিছু দিতে চেয়েছি, যা আগে কখনও দেখা যায়নি।’

গত ১৬ জুলাই ছাত্রদের গণআন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুতে আন্দোলন নতুন বেগ পায় এবং স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনে জুলাই-আগস্টের বিদ্রোহের প্রতীক হয়ে উঠেন আবু সাঈদ। তার আত্মত্যাগের স্বীকৃতির জন্য বিপিএলের তিনটি ভেন্যুতেই আবু সাঈদ স্ট্যান্ড চালু করেছে বিসিবি।

এছাড়াও মাঠে খেলা দেখতে আসা দর্শকদের বিনামূল্যে পানি বিতরণের জন্য মুগ্ধ কর্নারও রাখা হয়। আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণের সময় নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ।

ফাহিম জানান, পূর্ণ তথ্য সংগ্রহের পর সকল শহীদদের স্মরণে আরও উদ্যোগ নিবে বিসিবি। তিনি বলেন, ‘আবু সাঈদ স্ট্যান্ড ও মুগ্ধ কর্নার জুলাই বিদ্রোহের প্রতীক। এই দু’টির মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে সকল শহীদদের স্মরণ করেছি।’

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ আছে যারা জীবন উৎসর্গ করেছে। আমরা তাদের সবাইকে মনে রাখার উদ্যোগ নিবো। এটা হতে পারে বিসিবির কোন জায়গায় বা অন্য কোন জায়গায় তাদের নাম লেখা হবে।’

স্টেডিয়ামের ভেতর দীর্ঘদিনের পানি সংকটের সমাধান করেছে মুগ্ধ কর্নার। অতীতে অস্বাভাবিক দাম দিয়ে পানি কিনতে হয়েছিলো ক্রিকেটপ্রেমিদের। বিসিবির এমন উদ্যোগের প্রশংসা করেছেন ভক্তরা।

এটি নিয়ে অভিজ্ঞ ক্রিকেট কোচ এবং সংগঠক ফাহিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দর্শকদের সমস্যা অনুভব করেছি। প্রচন্ড গরমে খেলা দেখতে আসা দর্শকদের অস্বাভাবিক দাম দিয়ে পানি কিনতে হয়। সবাই এত বেশি দাম দিয়ে পানি কিনতে পারে না। মুগ্ধ কর্নার সমস্যার সমাধান করেছে।’

আরো একটি নতুনত্ব এবারের বিপিএলে দেখা গেছে। প্রতিটি ভেন্যুতে জিরো ওয়েস্ট জোন ও গ্রীণ কর্নারও দর্শকদের মনে করিয়ে দেয় যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তাদের পরিবেশের যত্ন নিতে হবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!