সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে শিশিরের কথা মাথায় রেখে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।এখনও একটি জয়ের দেখা না পাওয়া ঢাকা আজ একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। সঠিক কম্বিনেশনের খোঁজে এতো পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন থিসারা পেরেরা। একাদশে ফিরেছেন লিটন দাস।
গত ম্যাচে তাকে বসিয়ে রেখে সমালোচনা শোনেন পেরেরা। লিটনের মতো দলে ফিরেছেন শুভম রঞ্জনে, রিয়াজ হাসান, মুনিম শাহরিয়ার ও আবু জায়েদ রাহী। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন মুকিদুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু, জেসন রয়, নাজমুল ইসলাম ও স্টিফেন এস্কিনাজি। অপরদিকে সিলেট একাদশে দেখা গেছে একটি পরিবর্তন। নাহিদুল ইসলাম খেলার সুযোগ পেয়েছেন।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভম রঞ্জনে, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, মুনিম শাহরিয়ার, ফরমাউল্লাহ সাফি, আবু জায়েদ রাহী ও মুস্তাফিজুর রহমান।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকের আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, অ্যারন জোন্স, জর্জ মানসি, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিস টপলি ও আল-আমিন হোসেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :