দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান তাদের স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে দলে ৭টি পরিবর্তন আনা হয়েছে।
দল থেকে আমের জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রাম দেয়া হয়েছে। ফর্মের কারণে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রোহাইল নাজির।
পুরোনো স্কোয়াড থেকে ফেরানো হয়েছে আবরার আহমেদ, সাজিদ খান, ইমাম উল হক, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ আলী ও কাশিফ আলীকে।সাইম আইয়ুব যিনি প্রোটিয়া সিরিজে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন, বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। হাসিবুল্লাহর ইনজুরির কারণেও তিনি এই সিরিজে থাকছেন না।দলে শান মাসুদ, সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, খুররম শেহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী ও সালমান আলী আগা তাদের স্থান ধরে রেখেছেন।
পাকিস্তান টেস্ট দল
শান মাসুদ, সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আলী আগা।
মুলতানে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :