মাগুরায় জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে।
এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুরা এজি একাডেমি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা কালেক্টরেট স্কুল।
শনিবার মাগুরা জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় মাগুরা এজি একাডেমি ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধনী ম্যাচে অংশ নেয়।
মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। এসময় তিনি সবাইকে মাঠে এসে খেলা উপভোগের আহবান জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :