তামিমের পর এবার জাতীয় দলের জন্য বড় প্রশ্ন সাকিব আল হাসানকে ঘিরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নিশ্চিত নয়, সাকিব আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবেন কিনা। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে। এ জন্য নির্বাচকরা স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেললেও সাকিবের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
বর্তমান সময়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সময়টাও ভালো যাচ্ছে না। পরপর দুইবার বোলিং এর পরীক্ষায় ফেল করেছেন। তাই শুধু ব্যাটিং এর কারণেই সাকিবকে দলে নেয়া হবে কিনা এ নিয়েও চলছে বিস্তর আলোচনা।
জানা গেছে, সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।
সাকিবকে নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও জানা গেছে, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :