AB Bank
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা রোজগার নেইমারের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০২ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা রোজগার নেইমারের

আগের তুলনায় বেতন কমেছে নেইমারের। তার পরেও গত মৌসুমে প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার করেছেন ব্রাজিলীয় ফুটবলার। অবাক হচ্ছে ফুটবলবিশ্ব।

নেইমারের আর চোট যেন সমার্থক। প্রতি মৌসুমে একটা বড় সময় চোটে মাঠের বাইরে থাকতে হয় তাকে। আগের তুলনায় বেতন কমেছে নেইমারের। তার পরেও গত মৌসুমে প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার করেছেন ব্রাজিলীয় ফুটবলার। অবাক হচ্ছে ফুটবলবিশ্ব।  

সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলেন নেইমার। গত মৌসুমে তার বেতন ছিল ভারতীয় মুদ্রায় ৮৯০ কোটি টাকা। কিন্তু গোটা মৌসুমে মোট ৪২ মিনিট খেলেছেন তিনি। বাকি সময় চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে। অর্থাৎ, প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার হয়েছে নেইমারের।  

গত মৌসুমে নেইমারের চোটে বিরক্ত আল হিলাল। আগামী মৌসুমে তাকে আর রাখতে চাইছে না ক্লাব। হয়তো ছেড়ে দেওয়া হবে নেইমারকে। শোনা গিয়েছে তাকে নিতে চাইছে ইন্টার মায়ামি। অর্থাৎ, পুরনো সতীর্থ লিওনেল মেসি, লুই সুয়ারেস, সের্খিয়ো  বুস্কেৎস ও জর্ডি আলবার সঙ্গে তাঁর খেলার কথা শোনা যাচ্ছিল। তবে আল হিলালেল কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, আপাতত তেমন কোনও কথা তাদের জানা নেই।

২০১৭ সালে ফ্রান্সের ক্লাব পিএসজি খেলতেন নেইমার। তখন তিনি ২১০০ কোটি টাকা বেতন পেতেন। কিন্তু প্যারিসেও চোটের ধাক্কায় অনেক ম্যাচ খেলতে পারেননি নেইমার। ফলে তাকে ছেড়ে দেয় ক্লাব। তার পরেও নেইমারের রোজগারে অবাক হচ্ছে ফুটবলবিশ্ব।

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!