আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে একাধিক চমক রেখেছে অজি বোর্ড।ম্যাট শর্ট এবং অ্যারন হার্ডি আইসিসির এই মহা ইভেন্টে প্রথমবার দলে ডাক পেয়েছেন। এবারের দলে অন্যবারের থেকে বেশি অলরাউন্ডার রাখা হয়েছে স্কোয়াডে।
দু`বারের চ্যাম্পিয়নদের দলে সুযোগ পেয়েছেন নাথান এলিস।সেই সাথে দল থেকে তিন ক্রিকেটার বাদ পড়েছেন। ক্যামেরন গ্রিনের চোট রয়েছে, ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন এবং সিন অ্যাবট দল থেকে বাদ পড়েছেন।অজিদের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন প্যাট কামিন্স, যদিও তাঁর চোট নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। গ্রুপের রাউন্ড রবিন ম্যাচ হবে রাওয়ালপিন্ডি এবং লাহোরে। শ্রীলঙ্কা সিরিজ থেকে আপাতত বিশ্রাম নিয়েছেন প্যাট কামিন্স। হেজেলউড কাফ মাসেলের চোট কাটিয়ে দলে ঢুকতে পারেন। মিচেল মার্শকেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে হামবানতোতায় এই স্কোয়াডই খেলবে একদিনের সিরিজ। গল টেস্টের পর সেখানেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহারশাল সেড়ে নেবেন অজি ক্রিকেটাররা। ২২ ফেবরুয়ারি অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে লাহোরে।
জর্জ বেলি জানিয়েছেন, ‘এই স্কোয়াডটা বেশ ব্যালেন্সড আর অভিজ্ঞ, দলের পুরণো ক্রিকেটারদের অনেকেই ওডিআই বিশ্বকাপে খেলেছে, আর ওয়েস্ট ইন্ডিজেও গেছে। এছাড়াও গত বছরের ইংল্যান্ড এবং পাকিস্তান সিরিজেও এই স্কোয়াডের অনেকে খেলেছে। পাকিস্তানে যে ধরণের পরিবেশ, সেই অনুযায়ী এই দলে অনেক বিকল্প রয়েছে’। সাম্প্রতিক সময় পাকিস্তানে স্পিন বোলিংয়ের থেকে সিম বোলিংই বেশি উপযোগি হয়েছে।
ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে ১১টি একদিনের ম্যাচে খেলেছেন ম্যাট শর্ট। এর মধ্যে বিবিএলে নজরও কেড়েছেন। শর্ট এবং ম্যাকগার্কের মধ্যে লড়াই ছিল ওয়ার্নারের পরিবর্ত হয়ে ওঠার এবং হেডের সঙ্গে ওপেন করার। ম্যাকগার্ক সুযোগ পেলেন না। শর্ট স্পিন বোলিং করতে পারেন, হার্ডি পেস বোলিং পারেন। এছাড়াও দলে আরও চার অলরাউন্ডার স্টইনিস, ম্যাক্সওয়েল , ট্র্যাভিস হেড এবং মার্নাস ল্যাবুশান রয়েছেন। স্মিথও বোলিং করতে পারেন।
শেষবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার এই দল অনেক সঙ্ঘবদ্ধ। স্রেফ ওডিআই বিশ্বচ্যাম্পয়নই তাঁরা নন, অনূর্ধ্ব ১৯ ফরম্যাটেও তাঁরাই ওডিআই চ্যাম্পিয়ন। মার্চের ৯ তারিখ দুটি গ্রুপের সেরা দুটি দল মুখোমুখি হবে লাহোর বা দুবাইতে সেমিফাইনাল ম্যাচ। ভারতের মুখোমুখি হলে তাঁদের ম্যাচ হবে দুবাইতে, অন্য দলের সঙ্গে সেমিতে সাক্ষাৎ হলে তাঁরা খেলবে পাকিস্তানেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার দল- অধিনায়ক প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, হোস ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস এবং স্পিনার অ্যাডাম জাম্পা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :