AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খারাপ খেললেই টাকা কাটা যাবে রোহিতদের!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৩ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
খারাপ খেললেই টাকা কাটা যাবে রোহিতদের!

ভারতীয় ক্রিকেটারদের আর স্ত্রীয়ের সঙ্গে বিদেশ সফরে সুন্দর মূহূর্ত কাটাতে দেবে না বিসিসিআই। সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে খারাপ পারফরমেন্সের কারণে এবার নড়েচড়ে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনিতে ক্রিকেটারদের জন্য অনেক ছাড় দিলেও এবার কিছু কড়া হাতেই বিষয়টিকে দেখতে চলেছে বিসিসিআই। বেতনের উপরেও আসতে পারে নতুন নিয়ম।

ভারতীয় ক্রিকেট দলে ক্রিকেটাররা অনেকটা সরকারি চাকরির মতোই এতদিন থাকতেন। কোনও কিছুতেই খুব একটা বেতনের উপর চাপ পড়ত না। কিন্তু এবার শোনা যাচ্ছে, পারফরমেন্সের ভিত্তিতেই নাকি খেলোয়াড়দের বেতন নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে বিরাট কোহলি- রোহিত শর্মারাও ছাড় পাবেন না বলেই মনে করছে অনেকে। অর্থাৎ তাদের বেতনের উপরেও এবার কোপ পড়তে পারে।  

এমনিতেই সাম্প্রতিক সময় টানা সিমিত ওভারের ফরম্যাটের জনপ্রিয়তার জেরে টেস্টে ভাটা পড়ছিল। অনেক ক্রিকেটারই ওডিআই, টি২০র দিকে ঝুঁকতে গিয়ে টেস্ট থেকে মুখ ফেরাচ্ছিল। এরপর বিসিসিআই অতিরিক্ত ইনসেন্টিভ ঘোষণা করে টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য। শোনা যাচ্ছে নতুন এই সিস্টেমের কথাই নাকি উঠে এসেছে গম্ভীর, রোহিতেদর সঙ্গে নির্বাচক প্রধানের বৈঠকে।

জানা যাচ্ছে কর্পোরেট সংস্থাগুলোর মতোই বিসিসিআইও ভ্যারিয়েবেল পে জারি করার পক্ষে হাঁটতে চাইছে। যেখানে খারাপ পারফরমেন্স হলে ক্রিকেটারদেরও বেতন কাটা যাবে। অর্থাৎ ভ্যারিয়েবেল পের পুরোটা পাবেন না। বিসিসিআই ২০২২-২৩ সাল থেকেই একটি নিয়ম লাগু করে যেখানে ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচ খেললে ক্রিকেটাররা বাড়তি ৩০ লক্ষ টাকা ইনসেনটিভ পাবে, যার ফলে ম্যাচ পিছু ৪৫ লক্ষ টাকার পরিবর্তে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে ৭৫ লক্ষ টাকায়।

শোনা যাচ্ছে বিসিসিআইয়ের সেই বৈঠকে উঠে এসেছে ক্রিকেটারদের টেস্ট খেলার ক্ষেত্রে অনীহার কথা। অনেকেই সাদা বলের ক্রিকেটকে জোর দিচ্ছে, যা নিয়ে ক্ষুব্ধ বোর্ড কর্তাদের একাংশ। এদিকে ক্রিকটারদের বিদেশ সফরে তাদের স্ত্রীরা সম্পূর্ণ সময়ের জন্য থাকতে পারবেন না দলের সঙ্গে, এমন সিদ্ধান্তও জারি করতে চলেছে বোর্ড। 

এছাড়াও ক্রিকেটারদের ক্ষেত্রে টিম বাসেই যাতায়াতের নির্দেশিকা জারি করা হবে সিরিজের সময়। নিজেরা আলাদা সফর করতে পারবেন না।


একুশে সংবাদ/ এস কে

Link copied!