AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠের পর এবার গার্দিওলার সংসারে ঝড়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৯ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
মাঠের পর এবার গার্দিওলার সংসারে ঝড়

৩০ বছর একসঙ্গে থাকার পর এখন আলাদা থাকছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সেরা। গত ডিসেম্বরে সম্পর্কের ইতি টেনেছেন তারা। যদিও তা ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

১৯৯৪ সাল থেকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে যৌথযাত্রা শুরু হয় গার্দিওলার। দীর্ঘ ২০ বছর এক সঙ্গে থাকার পর ২০১৪ সালে বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন । কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় নিজেদের পথ আলাদা করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দুজন।

৩০ বছরের পথচলায় তাদের ঘরে এসেছে তিনজন সন্তান। এদের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭। ভালেন্তিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করার জন্য ৫ বছর আগে বার্সেলোনায় ফিরে যান স্ত্রী ক্রিস্টিনা। আর ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা গার্দিওলা থেকে যান ম্যানচেস্টারেই। ফলে সর্বশেষ ৫ বছর মূলত আলাদাই থেকেছেন তারা।

Guardiola ‍‍`splits‍‍` from wife after 30 years — Sport — The Guardian Nigeria  News – Nigeria and World News

দীর্ঘ সময় ধরেতারা একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে এই দম্পতিকে; পাশাপাশি স্ত্রীকে সময় দিতে নিয়মিত বিরতিতে ছুটি কাটাতে বার্সেলোনা ভ্রমণে যেতেন গার্দিওলাও। তবে সেই দিনও অবশ্য গত হতে যাচ্ছে। এবার তো পাকাপাকিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তই নিয়ে নিলেন তারা।

স্পোর্ত জানিয়েছে, নিজেদের দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত গার্দিওলা ও ক্রিস্টিনা নিয়েছেন গত ডিসেম্বরে। তাদের নিজস্ব বলয়ের অল্প কিছু মানুষই শুধু এই বিচ্ছেদ সম্পর্ক জানতেন। তবে সেই বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যরা খবরটি বাইরে প্রকাশ না করার অনুরোধও জানান এই দুজন। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!