AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমার সঙ্গে বুমরাহর তুলনা হয় না: কপিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৭ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
আমার সঙ্গে বুমরাহর তুলনা হয় না: কপিল

বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে তুলনা চলছে জসপ্রীত বুমরাহর। এই নিয়ে কপিল দেব বলছেন, ‘আমার সঙ্গে তোমরা জসপ্রীত বুমরাহর তুলনা করো না। আমরা দুজন দুটো আলাদা প্রজন্মের ক্রিকেটার। এখনকার দিনে ক্রিকেটে ৩০০ রান ওঠে হামেশাই, তখনকার দিনে কিন্তু উঠত না। তাই আমাদের তুলনা করা উচিত না ’। 

ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ সাম্প্রতিক টেস্টে এবং সিমিত ওভারের ফরম্যাটে নজরকাড়া পারফরমেন্স করেছেন। বিশেষ করে ২০২৪ সালটা বুমরাহর কাছে গেছে দুরন্ত। আর তারপর থেকেই বারবার বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বোলিংয়ের সঙ্গে তুলনা টানা হচ্ছে বুমরাহর, যদিও নিজের সঙ্গে তুলনা মেনে নিচ্ছেন না কপিল দেব।

জসপ্রীত বুমরাহ গতবছর আইপিএলে অনবদ্য পারফরমেন্স করেছিলেন, যখন প্রতিযোগিতায় অধিকাংশ বোলাররাই প্রচুর রান দিয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি২০ বিশ্বকাপে বল হাতে ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়কই ছিলেন তিনি। বর্ডার গাভাস্কার সিরিজ তিনি সম্প্রতি শেষ করেন ৩২টি উইকেট নিয়ে, তাও পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি তিনি।

Has Jasprit Bumrah overtaken Kapil Dev to become India‍‍`s greatest fast  bowler of all time? | Crickit

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে জসপ্রীত বুমরাহ চোটের জন্য মাঠ ছাড়েন, এরপর তাকে যেতে হয়েছিল হাসপাতালে। তারপর থেকেই জোরালো হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তত্ত্ব। মানে অতিরিক্ত চাপ দিতে গিয়েই বুমরাহর চোট লেগেছে এমনই ধরে নেওয়া হয়। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে পাওয়া নিয়ে নাকি সংশয় তৈরি হয়েছে। বর্ডার গাভাস্কার সিরিজে মোট ১৫১.২ ওভার বোলিং করেন জসপ্রীত বুমরাহ।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে জসপ্রীত বুমরাহ চোটের জন্য মাঠ ছাড়েন, এরপর তাকে যেতে হয়েছিল হাসপাতালে।  তারপর থেকেই জোরালো হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তত্ত্ব। মানে অতিরিক্ত চাপ দিতে গিয়েই বুমরাহর চোট লেগেছে এমনই ধরে নেওয়া হয়। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে পাওয়া নিয়ে নাকি সংশয় তৈরি হয়েছে। বর্ডার গাভাস্কার সিরিজে মোট ১৫১.২ ওভার বোলিং করেন জসপ্রীত বুমরাহ।

ভারতীয় দলের হয়ে পার্থ এবং সিডনি টেস্টে অধিনায়কত্ব করতে দেখা গেছিল বুমরাহকে। প্রথম টেস্টে রোহিত না থাকায় তিনি দলের নেতৃত্বভার নিয়ে দলকে জেতালেও সিডনি টেস্টে তার দল হারে। তিনি নিজেও পুরোপুরি সময়ের জন্য বোলিং বা ক্যাপ্টেন্সি কোনওটাই করতে পারেননি। গুঞ্জন চলছে টেস্টে রোহিতের পরই অধিনায়ক হবেন বুমরাহ। কপিল দেব অবশ্য বলছেন, ‘যাকেই অধিনায়কত্ব দেওয়া হোক না কেন, তাকে কিছুটা সময় যেন দেওয়া হয় ’।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!