AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্বার রাজশাহীতে যোগ দিলেন কামিন্স


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৮ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
দুর্বার রাজশাহীতে যোগ দিলেন কামিন্স

বিপিএলের আগের থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী।দলে বড় কোনো তারকা নেই। ব্যাটিংয়ে এনামুল-ইয়াসিররা সামলে নিলেও বোলিংয়ে তাসকিনের সঙ্গ দেওয়ার কেউই নেই। এমনকি বিদেশি কোটাও পূরণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে বোলিং বিভাগের শক্তি বাড়াতে এবার বিদেশি এক ক্রিকেটারকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। প্রচলিত নামটা অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আছে গত দুদিন ধরেই। কামিন্স আসছেন রাজশাহীতে। তবে প্যাট কামিন্স না, এসেছেন মিগুয়েল কামিন্স!

মিগুয়েল কামিন্সের পরিচয় পেতে হলে যেতে হবে অনেক দিন আগে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে তার ঝুলিতে। আর শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে।

সবশেষ খেলেছেন ভাইটালিটি ব্লাস্টে। অভিজ্ঞতা আছে সিপিএলে খেলার। তবে কোনো জায়গাতেই খুব একটা স্থায়ী ছাপ রাখতে পারেননি এই পেসার। ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেটের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফেলা দুর্বার রাজশাহীর পরের ৪ ম্যাচ চট্টগ্রামের মাঠে। এখন পর্যন্ত ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে কিছুটা বিপাকেই আছে আনামুল হক বিজয়ের দল। নতুনভাবে দলে আসা মিগুয়েল কামিন্স এই দলের চিত্র কতটা বদলাতে পারেন, সেটাই এখন দেখবার বিষয়।

যদিও বিদেশি ক্রিকেটারদের নিয়ে খানিক হতাশাই আছে দুর্বার রাজশাহীর ভক্তদের মাঝে। রাজশাহীর পাকিস্তানি তারকা সাদ নাসিম শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালে। ওপেনার মোহাম্মদ হারিসও খুঁজছেন জাতীয় দলের দরজা। এমন অবস্থায় মিগুয়েল কামিন্সের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়ে খানিক অসন্তোষই যেন বাড়ালো দলটি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!