AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরীর গঠন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল আর নেই


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৪০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
শরীর গঠন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল আর নেই

বাংলাদেশের বডিবিল্ডিং বা শরীর গঠন অঙ্গনে পরিচিত মুখ নজরুল ইসলাম। এক সময় ছিলেন তারকা বডি বিল্ডার। মিস্টার বাংলাদেশ খেতাবও ছিল তার ঝুলিতে। পরবর্তীতে বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন। সাবেক বডিবিল্ডার ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক কমিটির কর্মকর্তা এবং নজরুলের সতীর্থ অনেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শারীরিক অসুস্থতায় গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর বংশালে নামাজে জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরশায়িত হবেন এই সাবেক খেলোয়াড় ও সংগঠক।

শরীর গঠন বাংলাদেশে তেমন জনপ্রিয় খেলা নয়। এরপরও গত কয়েক দশক এই খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাংলাদেশের শরীর গঠন ও নজরুল সমার্থক ছিলেন। বছর দেড়েক আগে এক অনুষ্ঠানে বডিবিল্ডারের লাথি কাণ্ডে শরীর গঠন ব্যাপক আলোচনায় আসে। ফেডারেশনের ফলাফল পক্ষপাত নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি করে কমিটির মেয়াদ উত্তীর্ণের পর অ্যাডহক কমিটি করে। সেই কমিটিতে নজরুল ইসলাম ছিলেন না।

কমিটিতে না থাকলেও শরীর গঠন নিয়ে চিন্তা ভাবনা করতেন নজরুল। নজরুলের বিদায় বাংলাদেশের শরীর গঠনে শূন্যতা বিরাজ করবে। 
 

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!