চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। ব্যাট হাতে ব্যর্থতার কারণে তিনি বাদ পড়েছেন বলে বোর্ড থেকে জানানো হয়েছে।দল থেকে বাদ পড়ার পর বিপিএলে রেকর্ড গড়া সেঞ্চুরির করার জন্য ফের আলোচনায় লিটন।
বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তানজিদ হাসান তামিম। এমন সময় লিটন প্রসঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের তামিম বলেন, ‘ভালো না খেললে সবাইকে বাদ পড়তে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব উনি তাড়াতাড়ি দলে ফিরবেন। যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’
জুনিয়র তামিম বলেন, ‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা ব্যাপার। আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।’
ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তামিম বলেন, ‘আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। সবগুলো আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :