AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুমরাহকে বেড রেস্টের পরামর্শ চিকিৎসকদের!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৬ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
বুমরাহকে বেড রেস্টের পরামর্শ চিকিৎসকদের!

জসপ্রীত বুমরাহকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠে খিঁচুনি ধরেছিল তার। যেই কারণে মাঝপথে খেলা ফেলে হাসপাতালে দৌড়তে দেখা গিয়েছিল বুমরাহকে। দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি তাকে। তবে জানা যাচ্ছে উদ্বেগ আরও কিছুটা বেড়েছে তাঁকে নিয়ে। গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন এই তারকা ভারতীয় পেসার।            

কিন্তু এখনও তার চোট নিয়ে কোনও আশা জাগানোর মতো খবর নেই। এক সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে বুমরাহকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জসপ্রীতের ভবিষ্যত নির্ধারণ করা হবে তার পিঠের ফোলাভাব কমে যাওয়ার পর।

জানা যাচ্ছে বুমরাহকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে এখনও পাকাপাকি ভাবে কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে এক সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, ‘বুমরাহের আগামী সপ্তাহে সেন্টার অফ এক্সিলেন্সে যাওয়ার কথা ছিল, তবে এই মুহূর্তে কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। তাকে বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ওর পিঠের ফোলা ভাবের উপর নজর রাখা হচ্ছে। পুরো বিষয়টা পর্যালোচনার পরেই তাকে দলে ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

বুমরাহকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। তার পিঠের চোটের এমনিতেও একটা ইতিহাস রয়েছে। তাই যদি এটি সাধারণ ফোলা না হয়ে অন্য কিছু হয়ে থাকে সেক্ষেত্রে তার সুস্থ হতে সময় বেশি লাগতে পারে। যদিও এখনও তাঁর চোট কতটা গুরুতর সেই বিষয়ে কোনও স্পষ্ট রিপোর্ট পাওয়া যায়নি।

সামনের মাস থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বুমরাহের চোট নিয়ে যথেষ্ট উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, ‘বেড রেস্ট বিষয়টা মোটেও ভালো শোনাচ্ছে না। আশা করব এটা বড় কিছু নয়। তাকে নিয়ে বোর্ডের মনোভাব খুব স্পষ্ট - যতটা সম্ভব তার মতো প্রতিভাকে চোট আঘাত থেকে বাঁচিয়ে চলতে হবে।’ 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় দুরন্ত ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ। ৯ ইনিংসে বল করে ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে তাঁর চোট আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও আগে আশা করা হচ্ছিল যে তিনি টুর্নামেন্ট শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে পুরোটাই ঘোর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!