AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ শেষে সাজঘরে সব থেকে বড় পুরস্কার জিতলেন দীপ্তি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৬ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
সিরিজ শেষে সাজঘরে সব থেকে বড় পুরস্কার জিতলেন দীপ্তি

ভারতীয় মহিলা ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ৪৩৫/৫ এর ঐতিহাসিক স্কোর অর্জন করেছিল। এর ফলে ভারতের মহিলা ক্রিকেট দল একটি নতুন রেকর্ড গড়েছে। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করে সিরিজ দখল করেছে স্মৃতি মন্ধনার ভারতীয় দল। শুধু তাই নয়, এদিনের স্কোরের ফলে ভেঙে যায় পুরুষ ক্রিকেট দলের ৪১৮ রানের রেকর্ডও। ম্যাচে আগ্রার অলরাউন্ডার দীপ্তি শর্মার স্পিন বোলিং আইরিশ খেলোয়াড়দের চাপ রেখেছিল। ৮.৪ ওভারে ২৭ রানে তিন উইকেট শিকার করেছিলেন দীপ্তি।  

তবে শুধু এই ম্যাচ নয়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজে অর্থাৎ সিরিজের তিনটি ম্যাচেই দারুণ পারফরমেন্স করেছিলেন দীপ্তি শর্মা। যদিও এই সিরিজের সেরা হয়েছিলেন ভারতের প্রতিকা রাওয়াল। তবে সিরিজের শেষে ভারতীয় সাজঘরের সব থেকে বড় পুরস্কারটি জেতেন দীপ্তি। অর্থাৎ ফিল্ডার অফ দ্য সিরিজ জেতেন দীপ্তি শর্মা।

জেমিমার হাত থেকে এই পুরস্কার পান দীপ্তি শর্মা। তবে এই পুরস্কারের জন্য তিন জন নির্বাচিত হয়েছিলেন। প্রথমেই ছিলেন তেজল হাসাবনিস। এই তালিকায় দুই নম্বরে ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ‘গুরুজি’ দীপ্তি শর্মা। তিনটে ক্যাচ, যার মধ্যে একটি তিনি নিয়েছিলেন স্লিপে, দুটি কট অ্যান্ড বোল্ড করেছিলেন একটা রান আউট করেছিলেন। এই ভাবে দল নিজের ছাপ ছেড়েছিলেন দীপ্তি শর্মা। তবে এই তালিকার তিন নম্বরে ছিলেন প্রিয়া মিশ্র।

দলের ফিল্ডিং কোচ মুনিশ বালি বলেন, ‘প্রিয়া তুমি খুব ভালো করছ। তুমি প্রথম দিনে যে ভাবে এসেছিলে, তারপর থেকে এখন তোমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এটা দারুণ। প্রিয়া তুমি এভাবেই এগিয়ে চল।’ তবে এর আগে দীপ্তিকে নিয়েও তিনি বলেন, ‘দীপ্তি যে ভাবে দলের উপর নিজের প্রভাব ফেলেছে সেটা সত্যি দারুণ।’ এই সময়ে দীপ্তি শর্মাকে মুনিশ বালি দলের ‘গুরুজি’ বলে সম্বোধন করেন।

তবে তেজল, দীপ্তি ও প্রিয়া নাম জানিয়ে সিরিজের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হয়। তবে এই নামটি ঘোষণা করেন জেমিমা। এই সময়ে জেমিমা দীপ্তির নাম ঘোষণা করেন এবং এই পুরস্কার দীপ্তির হাতে তুলে দেন।পুরস্কার পেয়ে দীপ্তি বলেন, ‘আমার স্বপ্ন ছিল একদিন এই পুরস্কারটা জিততে হবে। এর ফিলিংসটা আমি বুঝতে চেয়েছিলাম। অবশেষে সেটা করতে পেরেছি। এটা আমার কাছে খুব বড় ব্যপার। এর জন্য সকলকে ধন্যবাদ।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!