AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটের দাম কোন মাঠে কত?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৭ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটের দাম কোন মাঠে কত?

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সূচি ইতিমধ্যেই ঘোষিত। টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চতুর্থ মাঠটিতে শুধু ভারতের ম্যাচই হবে। সম্প্রতি টিকিটের দাম প্রকাশ্যে এসেছে।

পাকিস্তানের মাঠগুলির টিকিটের দাম প্রকাশ্যে এলেও দুবাইয়ের টিকিটের দাম এখনও জানা যায়নি। যেহেতু ভারতের ম্যাচ, তাই টিকিটের দাম খানিকটা বেশি হবে বলেই জানা গিয়েছে। যেহেতু পাকিস্তান প্রতিযোগিতার আয়োজক, তাই দুবাইয়ে টিকিট বিক্রি থেকে যা আয় হবে সেটা তারাই পাবে। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডকে ম্যাচ আয়োজনের খরচ এবং স্টেডিয়ামের ভাড়া দিতে হবে।

দেখা যাচ্ছে, পাকিস্তানে টিকিটের দাম বেশ সস্তা। সে দেশের তিনটি মাঠেই টিকিটের দাম শুরু হচ্ছে ১০০০ পাকিস্তানি রুপি। তবে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম শুরু ভারতীয় মুদ্রায় ৬২০ টাকা থেকে। সেমিফাইনালের টিকিটের দাম শুরু ৭৭৬ টাকা থেকে।

প্রতিটা ম্যাচের জন্য ভিভিআইপি টিকিট ছাড়া হবে। সেই টিকিটের দাম শুরু ৩৭২৬ টাকা থেকে। সেমিফাইনালে তা বেড়ে হবে ৭৭৬৪ টাকা। তিনটি স্টেডিয়ামেই থাকছে প্রিমিয়ার এনক্লোজার। তবে প্রতিটি মাঠের টিকিটের দাম আলাদা। করাচিতে যেখানে প্রিমিয়ার এনক্লোজারের টিকিটের দাম ১০৮৬ টাকা, সেখানে লাহোরে ১৫৫০ টাকা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে সেটাই বেড়ে হবে ২১৭০ টাকা।  

সাধারণ মানুষের জন্য প্রতিটি স্টেডিয়ামে ১৮ হাজার টিকিট ছাড়া হবে। তবে একজন দর্শক সর্বোচ্চ কতগুলি টিকিট কিনতে পারবেন তা নিশ্চিত নয়। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই টিকিট কাটা যাবে।

আইসিসির নিয়ম অনুযায়ী, যে দেশ প্রতিযোগিতা আয়োজন করে তারাই টিকিট থেকে প্রাপ্ত আয় এবং হসপিটালিটি বক্স থেকে পাওয়া লাভ নিজেদের কাছে রেখে দেয়। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনের জন্য আইসিসির থেকে আলাদা করে টাকা পায়।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!