AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এন্দ্রিকের জোড়া গোলে শেষ আটে রিয়াল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৩ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
এন্দ্রিকের জোড়া গোলে শেষ আটে রিয়াল

কোপা দেলরের ম্যাচে খেলতে নেমেও বিপাকে পড়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেলতা ভিগো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল লা-লিগা চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময়ে তিন গোল করে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেলরের ম্যাচে সেলতা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সান্তিয়াগো ব্যার্নাব্যুতে রাতে ৫-২ গোলে জিতেছে রিয়াল। ঘটনাবহুল ম্যাচে কিলিয়ান এমবাপ্পে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। জোনাথান বাম্বা ব্যবধান কমানোর পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেন মার্কোস আলোনসো। তবে অতিরিক্ত সময়ে তিন গোল করে জয় তুলে নেয় রিয়াল।

প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সেল্তা ভিগো। খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি কার্ল স্টারফেল্ট। পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের শট ঠেকান সেল্তা ভিগো গোলরক্ষক ইভান ভিয়ার। চতুর্দশ মিনিটে অহেলিয়া চুয়ামেনির জোরাল শটও ব্যর্থ করে দেন তিনি।

৩৭তম মিনিটে দল স্বাগতিকদের এগিযে নেন এমবাপ্পে। পাল্টা আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুন করেন ভিনিসিয়ুস। ৪৮তম মিনিটে দিয়াসের দারুণ পাস পেয়ে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। খুব কাছ থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সেল্তা ভিগোর উগো সোতেলোর বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লুনিন। ৮৩তম মিনিটে কামাভিঙ্গার উপহার কাজে লাগিয়ে ব্যবধান কমায় সেল্তা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠান্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো। ডি-বক্সে বাম্বাকে রেয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেল্তা ভিগো। এতে ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে একটুর জন্য গোল পায়নি রিয়াল। আন্টোনিও রুডিগারের গায়ে লেগে পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায় বল। ভিনিসিয়ুসের বদলি নেমে দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ তৈরি করেন রদ্রিগো। তবে সেল্তা ভিগোর গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি।

১০৮তম মিনিটে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এন্দ্রিক। গিলেরের কাছ থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে ঘুরে, গতিময় শটে পরাস্ত করেন ভিয়ারকে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভের্দে।১১৯তম মিনিটে ব্যবধানে আরও বাড়ান এন্দ্রিক। কর্নারের পর গিলের ক্রসে খুব কাছ থেকে ব্যাকহিলে জাল খুঁজে নেন এই তরুণ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে এটি তার চতুর্থ গোল।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!