পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনার মধ্যে থাকা দুর্বার রাজশাহী ক্রিকেট দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী সিলেটকে ৬৫ রানে হারিয়েছে। আসরে এটি রাজশাহীর সপ্তম ম্যাচে তৃতীয় জয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ১৭ ওভার তিন বল খেলে ১১৯ রানেই গুঁটিয়ে যায় সিলেট। এতে ৬৫ রানের জয় পায় দুর্বার রাজশাহী।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন পল স্টার্লিং (২)। এক ওভারে পরেই তার দেখানো পথে হাঁটেন রনি তালুকদার। তবে তিনে ব্যাট করতে নেমে জর্জি মানজিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান।
তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ২৮ বলে ৩৯ রান করে জাকির আউট হলে ২২ বলে ২০ রান করে ফেরেন মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অ্যারন জোন্সও (৫)। এরপর নাহিদুল ইসলাম (১), আরিফুল হক (৬) এবং নাহিদুজ্জামান শূন্য রানে আউট হলে দলীয় ১০৪ রানে ৮ উইকেট হারায় সিলেট।
সতীর্থদের আশা যাওয়ার মিছিলের দিনে লড়াই করতে থাকেন জাকের আলী। তবে নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। ২০ বলে ৩১ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৮তম ওভারে তৃতীয় বলে রিস টপলি বোল্ড হলে ১৫ বল হতে থাকতেই ১১৯ রানে অলআউট হয় সিলেট। এতে ৬৫ রানের জয় পায় বিজয়ের দল।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সানজামুল ইসলাম। এ ছাড়াও মিত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, আফতাব ইসলাম নেন দুটি করে উইকেট। আর একটি মাত্র শিকার করেন মার্ক দয়াল।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহী দুর্দান্ত শুরু এনে দে জিশান আলম ও মোহাম্মদ হারিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ১৯ রান করে হারিস আউট হলে ১৮ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জিশান।
তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর বলে বলে বাউন্ডারি মারতে গিয়ে ১০ বলে ১৯ রান করে আউট হন ইয়াসির। তবে এক প্রান্ত আগলে রান তুলতে রায়ান বার্ল। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি।
২৭ বলে ৪১ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই রোডেশিয়ান ব্যাটার। ৭ রান করেন মার্ক দয়াল। শেষ পর্যন্ত আকবরের ১৫ বলে ১৪ রান এবং মিত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলের ১২ রানে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :