আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জসপ্রীত বুমরাহকে রাখা হচ্ছে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমনই জানানো হল। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতের তারকা পেসারের যে চোট লেগেছে, সেটা ওয়ার্কলোড সংক্রান্ত। অস্ট্রেলিয়ায় তার উপরে মারাত্মক চাপ গিয়েছিল। নয় ইনিংসে ১৫১.২ ওভার বোলিং করেছিলেন (তাও নবম ইনিংসে পুরো বোলিং করেননি)। আর সেই পরিস্থিতিতে তাকে কমপক্ষে পাঁচ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট তথা সিডনি টেস্ট শেষ হয়েছিল গত ৫ জানুয়ারি। বুমরাহ ৪ জানুয়ারি শেষ বোলিং করেছিলেন। আর সেই পাঁচ সপ্তাহের সময়সীমা ধরলে আগামী ৯-১০ ফেব্রুয়ারির পরে বুমরাহের স্ক্যান হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, যদি সবুজ সংকেত পান বুমরাহ, তাহলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিন সিরিজের শেষটায় খেলানোর চেষ্টা করা যেতে পারে। যে ম্যাচ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচের ঠিক আটদিন আগে।
যদিও একটি মহলের ধারণা, বুমরাহ যদি ফিটনেস নিয়ে সবুজ সংকেত পান, তাহলেও তাকে ইংল্যান্ড সিরিজে খেলা অত্যন্ত কঠিন কাজ। কারণ বুমরাহ বিশ্রাম নেবেন, তারপর স্ক্যান করবেন, তারপর সবুজ সংকেত পাবেন - সেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা তো সময় লাগবে। সেই পরিস্থিতিতে অভাবনীয় কোনও ব্যাপার না হলে ১২ ফেব্রুয়ারি তার পক্ষে খেলা কঠিন কাজ। আর বুমরাহকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে ছিটেফোঁটাও ঝুঁকি নেওয়া হবে না।
সেই পরিস্থিতিতে অতদূর না ভেবে আপাতত বুমরাহকে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, বুমরাহের নামের পাশে ‘স্টার’ দিয়ে রাখা হবে। সেটার অর্থ হল যে ফিট হলে মিনি বিশ্বকাপে খেলবেন বুমরাহ। তারপর যেমন ফিটনেস থাকবে তাঁর, সেটা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভাব্য দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ (ফিটনেসের উপরে নির্ভর করছে), কুলদীপ যাদব (ফিটনেসের উপরে নির্ভর করছে), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটকিপার), আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল/ওয়াশিংটন সুন্দর।
২০২৩ সালের বিশ্বকাপে ভারতের প্রাথমিক দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :