AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিরাটকে কাউন্টি খেলার পরামর্শ মাঞ্জরেকরের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪২ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
বিরাটকে কাউন্টি খেলার পরামর্শ মাঞ্জরেকরের

বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে রান করতে পারেননি বিরাট কোহলি। বারবার অফ স্টাম্পের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। এই সমস্যা তার নতুন নয়। কিন্তু গুরুত্বপূর্ণ সিরিজে তাঁর ব্যাট থেকে রান না আসাটা হতাশ করেছে সকলকে।

এরপরেই টেস্ট ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোটা অস্ট্রেলিয়া সফরে মাত্র ১টি সেঞ্চুরি করেছিলেন। ৫ টেস্টের ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান করেন বিরাট, গড় ২১.১১। সিরিজে তাকে বারবার একই কায়দায় আউট করেছেন অস্ট্রেলিয়ান বোলাররা। বিশেষ করে তাকে সমস্যায় ফেলেছেন অজি পেসার স্কট বোল্যান্ড, মোট ৪ বার বিরাটকে আউট করেছেন তিনি।

আপাতত ভারতের সামনে কোনও টেস্ট সিরিজ নেই। জুন-জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর মনে করছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে খেলতে নামার আগে বিরাট কোহলির কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলা উচিত। এটা তাকে টেস্টের জন্য তৈরি হতে সাহায্য করবে। 

সম্প্রতি স্টার স্পোর্টসের এক পডকাস্ট শোয়ে মাঞ্জরেকর বলেন, ‘কোহলির অনেক লাল বলের ক্রিকেট খেলার প্রয়োজন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে জুনে, অন্যদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হবে এপ্রিলে। তার কাউন্টি টিমে যোগ দেওয়া উচিত, ঠিক পূজারা যেমন করেছে। এতে ম্যাচের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘নয়তো ভারত প্রথম দিকের টেস্ট ম্যাচ দেখে তার পারফরম্যান্সের মূল্যায়ন করতে পারে। যদি ইতিবাচক খেলা খেলে থাকে তবে সে খেলা চালিয়ে যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আপনি কী চান কোহলি সেখানে যাক এবং রান করতে সমস্যায় পড়ুক, যেমনটি আমরা আগে দেখেছি। এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হবে না। কাউন্টি ক্রিকেট খেলা তার জন্য খুবই বুদ্ধিমানের কাজ হতে পারে।’

উল্লেখ্য, আপাতত বিরাটদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ রয়েছে। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে এই আইসিসি ইভেন্ট। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে। প্রতিপক্ষ বাংলাদেশ। তবে তার আগে রয়েছে  ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই সিরিজ। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ এবং ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওডিআই সিরিজ। টি-২০ থেকে গত বছর অবসর নিয়েছেন বিরাট।


একুশে সংবাদ/ এস কে

Link copied!