AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছরের মুগ্ধ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৫ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছরের মুগ্ধ

বাংলাদেশের অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন রায়ান রাশিদ মুগ্ধ তার অপ্রতিরোধ্য দাবা দক্ষতার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে। ৯ বছর বয়সী মুগ্ধ আজ যা অর্জন করেছে, তা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে মুগ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

ম্যাগনাস কার্লসেন, যিনি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন এবং র‍্যাপিড দাবায় পাঁচবার খেতাব জিতেছেন, ব্লিটজ দাবায় আটবার চ্যাম্পিয়ন হওয়ার মতো বিশ্বস্তরীয় খেলোয়াড়। সেরা দাবাড়ু হিসেবে তার জায়গা প্রতিষ্ঠিত, এমনকি ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার অংশগ্রহণও হয়নি।

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মুগ্ধ আজ শনিবার অনলাইন দাবার সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম, চেস ডট কমে এক বিরল কৃতিত্ব অর্জন করেছে। এই ওয়েবসাইটে তার নিজের প্রোফাইল নেই, কিন্তু জাতীয় দলের আরেক দাবাড়ু ও কোচ নাঈম হকের প্রোফাইল থেকে খেলে মুগ্ধ বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে পরাজিত করা মুগ্ধের জন্য একটি বিশেষ অর্জন, যা তাকে আন্তর্জাতিক দাবা অঙ্গনে পরিচিতি এনে দিয়েছে।

কার্লসেনের সঙ্গে মুগ্ধ চেজের বুলেট ফরম্যাটে খেলেছে। এক মিনিটের মধ্যে এই ধরনের ম্যাচ শেষ করতে হয়। সফটওয়্যারের মাধ্যমে এক রাউন্ড পর এক রাউন্ড নির্ধারিত হয় কে কার সঙ্গে খেলবে। সেভাবেই ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ।

মুগ্ধর কোচ নাঈম হক সংবাদমাধ্যম সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, ‘ও সব সময় অনলাইনে খেলতে চায়। আমি বললাম, তাহলে আমার আইডি দিয়ে খেলো। এরপর ও হঠাৎ ফোন করে বলে কার্লসেনকে হারিয়ে দিয়েছে। শুনে তো আমি বিশ্বাস করিনি। ও এরপর খেলার স্ক্রিনশটসহ সব তথ্য পাঠিয়ে দেয় আমাকে।’

এর আগে গত মে মাসে ১০ বছর বয়সী আর্জেন্টাইন দাবাড়ু ফস্তিনো ওরো চেজ ডট কমেরই বুলেট ব্রল টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়েছিল। পরের মাসেই ১০ বছর ৮ মাস ১৬ দিন বয়সে অভিমন্যু মিশ্রকে (সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার) পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক মাস্টার হওয়ার ইতিহাস গড়েছে ওরো।

আজ ওরোর চেয়েও কম বয়সে কার্লসেনকে হারিয়ে দিয়েছে মুগ্ধ, ‘আমি শুরুতে ভাবতেই পারিনি কার্লসেনকে হারিয়ে দেব। তবে এক সময় এসে উনি একটা কুইন ব্লান্ডার করেন। এরপরই আমি বুঝতে পেরেছি ম্যাচটা জিততে পারব। শেষ পর্যন্ত জিতে গেছি। বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোয় আমার মধ্যে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ভবিষ্যতে আরও ভালো খেলতে এই ম্যাচ অনুপ্রেরণা যোগাবে।’

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!