মুলতান টেস্টের দ্বিতীয় দিন শেষেই নাটাই ছিল পাকিস্তানের হাতে। ২০২ রানের লিড নিয়ে দিন শেষ করা পাকিস্তান তৃতীয় দিনে মাত্র ৪৮ রান তুলতেই হারায় ৭ উইকেট, এতেই ২৫০ রানের লিড পায় স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১২৩ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২৭ রানের বড় জয় তুলে নেয় সান মাসুদের দল।
পাকিস্তানের বড় জয়ে ভূমিকা রেখেছেন সাজিদ খান। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। অবদান রেখেছেন বাকি দুই স্পিনার নোমান আলি ও আবরার আহমেদও। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে লিড এনে দিতে বড় ভূমিকা তারই।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৩০ রানের জবাবে মাত্র ১৩৭ রানে অল-আউট হয়েছিল উইন্ডিজ। ওই ইনিংসে নোমান আলী ৩৯ রানে ৫ উইকেট এবং সাজিদ খান ৬৫ রানে ৪টি নিয়েছিলেন। ৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান।
কিন্তু ব্যাটারদের বধ্যভূমিতে কেউই সুবিধা করতে পারেনি। দলের ১৫৭ রানের মধ্যে ৫২ রানই আসে অধিনায়ক শান মাসুদের ব্যাট থেকে। ৩২ রানে ৭ উইকেট নেন ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।
আজ রবিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ২৫১ রানের। সেই লক্ষ্য তাড়ায় ৩৬.৩ ওভারে ১২৩ রানের বেশি যেতে পারেনি সফরকারীরা।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :