AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন দুই বিদেশি ক্রিকেটার আনছে খুলনা টাইগার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
নতুন দুই বিদেশি ক্রিকেটার আনছে খুলনা টাইগার্স

দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বিপিএলের দল খুলনা টাইগার্স। একজন অস্ট্রেলিয়ান ব্যাটার আরেকজন পাকিস্তানের পেস অলরাউন্ডার।


খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, খুলনা টাইগার্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রসের। এছাড়া পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল চুক্তি করেছে খুলনার সঙ্গে।


তারা কবে নাগাদ খুলনার ক্যাম্পে যোগ দেবেন তা জানা যায়নি। বর্তমানে বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকায় শেষ পর্ব। শেষ চারে যাওয়ার লড়াইয়ে থাকা খুলনা ঢাকা পর্বের জন্য তাদের সঙ্গে চুক্তি করে থাকতে পারে।


অস্ট্রেলিয়ার ৩২ বছর বয়সী অ্যালেক্স রস ১৩৬টি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন। প্রায় ২৯ গড়ে ও ১২৯ স্ট্রাইক রেটে রান করেছেন এই ব্যাটার। পূর্বে দুর্দান্ত ঢাকায় খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া সিপিএল ও বিগব্যাশে খেলেছেন তিনি।


আমের জামাল পাকিস্তানের পেস অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় শুরুতে বিপিএলে ছিলেন না তিনি। তবে শেষ ধাপে যোগ দিচ্ছেন বাংলাদেশের এই লিগে। মূলত পেস বোলার হলেও আমের ব্যাটিংটা পারেন শুরু থেকে। ২৮ বছর বয়সী এই পাকিস্তানি দেশের জার্সিতে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬টি টি-২০ খেলেছেন।  


‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌একুশে সংবাদ//স.কা//র.ন

Link copied!