গত মাসে ঠাণের একটি হাসপাতালের বিছানায় শুয়ে বিনোদ কাম্বলি জানিয়েছিলেন, চিকিৎসকদের জন্যই বেঁচে আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কাম্বলি। শনিবার ছিল তার ৫৩তম জন্মদিন। নিজের জন্মদিন উদ্যাপন করতে ঠাণের সেই হাসপাতালেই গিয়েছিলেন কাম্বলি। উদ্যাপনে সঙ্গী ছিলেন চিকিৎসক ও নার্সেরা। তাদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
কাম্বলির জন্মদিন উদ্যাপনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালেই একটি বিরাট কেক নিয়ে যাওয়া হয়েছে। কাম্বলির সঙ্গে তার স্ত্রী, সন্তান ও বন্ধুরা রয়েছেন। সঙ্গে রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা। কেক কাটেন কাম্বলি। তার পরে একে একে সকলকে খাইয়ে দেন। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। কাম্বলির চোখ ছলছল করছিল। বোঝা যাচ্ছিল, নতুন জীবন ফিরে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারছেন না। চিকিৎসকেরাও পাল্টা কাম্বলিকে একটি ফুলের তোড়া দেন।
গত ২৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় কাম্বলিকে। তার মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন যে, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। প্রাথমিক ভাবে কাম্বলির অবস্থা ভাল ছিল না। কিন্তু তার মনের জোর ছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন কাম্বলি।
হাসপাতালে ভর্তি থাকাকালীনই শাহরুখ খানের ছবির গান ‘চক দে ইন্ডিয়া’র তালে নাচতে দেখা যায় কাম্বলিকে। সেই ভিডিয়োও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কাম্বলির সঙ্গে নাচে যোগ দিয়েছেন হাসপাতালের এক নার্স এবং কিছু কর্মীও। কাম্বলির নাচ হাসপাতালে ভর্তি অন্য রোগীরাও উপভোগ করেছেন। সেই সঙ্গে বাকি কর্মীরাও আনন্দ পেয়েছেন।
কাম্বলি সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনাদের ভালবাসার জোরে এত দূর চলে এসেছি।” তিনি ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের ডিরেক্টর শৈলেশ ঠাকুরকেও। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও বিশেষ দিনে সেই চিকিৎসক, নার্সদের কাছেই ফিরলেন কাম্বলি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :