AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেনাল্টি বাঁচাতে গিয়ে ১৬ বছরের খেলোয়াড়ের মৃত্যু (ভিডিও)


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৫ পিএম, ২০ জানুয়ারি, ২০২৫
পেনাল্টি বাঁচাতে গিয়ে ১৬ বছরের খেলোয়াড়ের মৃত্যু (ভিডিও)

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিছু খবর, একেক সময়ে আমাদের মনকে স্থবির করে দেয়। যা ভাবলে হয়তো কোনও ভাষা থাকে না প্রকাশের। ঠিক তেমনই এক মর্মান্তিক সংবাদ আসলো ফুটবলের দেশ ব্রাজিল থেকে। ১৬ বছরের গোলকিপার এডসন লোপেজ গামা ট্রেনিং করছিল স্থানীয় মাঠে। তেকাঠির নীচে গোলিকিপিংয়ের অনুশীলন ছিল তার। আচমকাই একটি শট এসে লাগে কিশোর ব্রাজিলিয়ানের বুকে। গামা মক-পেনাল্টি দারুণ দক্ষতায় বাঁচিয়েও দেয়। আর এরপরেই সে যন্ত্রণায় লুটিয়ে পড়ে মাঠে।  

‍‍`দ্য সান‍‍`-এর প্রতিবেদন বলছে অ্যামাজন রেইনফরেস্টের মাউস শহর থেকে গামাকে গাড়ি করে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই গ্রামীণ এলাকা থেকে হাসপাতালে আসতেই ১১ ঘণ্টা সময় লেগে যায়। হাসপাতালে আনার পরেই গামাকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বলটি স্টার্নাম এবং ডায়াফ্রামে এসে সজোরে আঘাত করেছিল, যার ফলে চিকিৎসা সংক্রান্ত জটিলতাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে গামা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গামার পরিবার তার কফিনবন্দি কিশোরকে নিয়ে যাওয়ার সময়ে, তার প্রিয় দল গ্রেমিওর জার্সি পরেছিল। গামার ভাই এলিওমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, ‍‍`আজ তুমি পুরো ব্রাজিলকে ছুঁয়ে গেছ। আমি কখনও কল্পনাও করিনি যে এটা হবে। তুমি একজন নিবেদিতপ্রাণ খেলোয়াড় এবং সবসময় খুশিতে থাকা এক বাচ্চা। আমার ভাই তোমার মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু তুমি আমাদের সেই কাজটি করেতে গিয়েই চলে গেলে, যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, ফুটবল খেলা।‍‍`

মৃত্যু অনিবার্য, এ কথা সকলেই জানে, তবে কিছু মৃত্যু এমন অসময়ে আসে, যা ভাষাহীন করে দেয়...

 

 

 

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!