ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। ২২ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি। ইতিমধ্যেই দুই দলের খেলোয়াড়রা চলে এসেছে শহরে। ভারতীয় দলের খেলোয়াড়রা শুরু করে দিয়েছে অনুশীলন।
এবারের টি-২০ দলে নাম রয়েছে বাংলার পেসার মহম্মদ শামির। দীর্ঘদিন ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। তারপর থেকে চোটের বিরুদ্ধে লড়াই শুরু হয় তার। অবশেষে ২০২৪-এর শেষের দিকে বাংলার হয়ে বল হাতে ক্রিকেট মাঠে ফিরে আসেন তিনি। দুরন্ত পারফরম্যান্স করে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেন শামি। বর্তমানে ভারতীয় দলের সঙ্গে কলকাতায় রয়েছেন তিনি।
ভারতীয় দল ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে। রবিবার বিকেলে ভারতীয় দলের সঙ্গে প্র্যাক্টিস করতে দেখা যায় শামিকে। সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে বিসিসিআই-এর তরফে তাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে এসে বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একে অপরকে জড়িয়ে ধরেন তারা। কথা হয় বেশ অনেকক্ষণ। প্রথমে মাঠে নেমে কিছুক্ষন ওয়ার্মআপ করেন তিনি। তারপর নেটে বোলিং শুরু করেন শামি। যদিও তাঁকে পায়ে হাঁটুর আবরণ পড়তে দেখা যায়। প্রথমে ধীরে বোলিং শুরু করলেও পরে পুরোদমে অনুশীলন করেন শামি।
উল্লেখ্য,২০২৩ বিশ্বকাপ ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন এই তারকা পেসার। তারপর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাকে। গত বছরের শুরুর দিকে অস্ত্রোপচারও হয়েছে তার। এরপর দীর্ঘদিন বিশ্রামে থাকার পর সেপ্টেম্বর থেকে বল করা শুরু করেন তিনি। অক্টোবরে হঠাৎ করে আবার হাঁটুতে চোট পান মহম্মদ শামি। প্রথমে নিউজিল্যান্ড সিরিজ খেলার কথা থাকলেও নতুন করে পাওয়া চোট সেই আশায় জল ঢেলে দেয়। বেশ কিছুদিন হাঁটু ফোলা অবস্থায় ছিল তার। এরপর শামিকে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে বল হাতে দেখা যায়। খেলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারেতেও। একটা সময় অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছিল বর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুটো টেস্টে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যেতে পারে শামিকে। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তার কামব্যাক হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানেও শামির নাম রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :