AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমের পর মুখ খুললেন মালান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:০৮ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
তামিমের পর মুখ খুললেন মালান

রান আউটকে ঘিরে ইংলিশ ক্রিকেটার ডেভিডের মালানের সঙ্গে ঝামেলার গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সোমবার (২০ জানুয়ারি) তামিম নিজের ফেসবুক পেজে জানান যে, মালানের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি তার। 

চলতি বিপিএলে ফরচুন বরিশাল অধিনায়ক মাঠে বেশ ক‍‍`বারই মেজাজ হারিয়েছেন। অ্যালেক্স হেলসকে দিয়ে শুরু, এরপর সাব্বির রহমান সবশেষ দাউইদ মালান। কিন্তু খালি চোখে যা দেখা যায় তার কতটা ঠিক? অন্তত তামিমের দাবি, শতভাগ নয় মোটেও।

অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম বলেছেন ইকবাল হোসেন ইমনকে নাকি অ্যাবিউস করেছিলেন হেলস। অবশ্য সাব্বিরের ইস্যুতে মুখে এখনও তালা তার। কিন্তু দাউইদ মালানের সঙ্গে রান আউটে ভুল-বোঝাবুঝির পর মাঠে উত্তপ্ত দেখা গেছে দু‍‍`জনকেই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও আসে। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বরিশাল অধিনায়ক। যেখানে তামিম দাবি করেছেন মালানের সঙ্গে কিছুই হয়নি তার।

এ নিয়ে মুখ খুলেছেন দাউইদ মালানও। সোমবার (২০ জানুয়ারি) অনুশীলন ছিলো না বরিশালের। টিম হোটেলে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে পুরো বিষয়কে দুঃখজনক বলেছেন এই ইংলিশ ওপেনার।

বরিশালের ওপেনার দাউইদ মালান বলেন, ‍‍`এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেলো। আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কোনো ইস্যু কখনও ছিলো না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময়ই গল্প বানাতে চায় হয়তো। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়।‍‍`

তাহলে প্রশ্ন আসে মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান! জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি।

দাউইদ মালান বলেন, ‍‍`আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক। কে ছিলো তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই। তবে বারবারই কেন একজনের নামই আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরও সহনশীল হতে হবে সব পক্ষকেই।‍‍`  

 

একুশে সংবাদ/ এস কে

 


 

 


 

 

 

Link copied!