বিপিএলের এবারের আসরের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। বাউন্ডারি লাইনের কাছে যখন তিনি ফিল্ডিং করছিলেন তখন তাকে উদেশ্য করে দুয়ো দিয়েছিল সমর্থকরা। দর্শকদের এমন ব্যবহার উদাস চোখে তাকিয়ে দেখেছেন লিটন।
এদিকে লিটনের সঙ্গে ভক্তদের এমন ব্যবহার দেখে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন অনেকে। প্রতিবাদ জানিয়েছিল লিটনের দল ঢাকা ক্যাপিটালসও।তবে লিটন ফিরে এসেছেন আবারও। বিপিএলে নিজের শেষ ৩ ম্যাচের একটিতে সেঞ্চুরি এবং একটিতে পেয়েছেন ফিফটির দেখা পেয়েছেন তিনি। দুয়োর জবাব দিয়েছেন ব্যাট হাতে।
লিটনকে সমর্থকদের দুয়ো জানানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। আর ওই ভিডিওতে লিটনের অসহায় প্রতিক্রিয়া আবেগপ্রবণ করেছে দেশের ক্রিকেটের অসংখ্য ভক্তকে। খারাপ সময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসও। এছাড়া আজ ঢাকা-সিলেটের ম্যাচে লিটনকে সমর্থন দিতে প্ল্যাকার্ড হাতেও দেখা গেছে অনেক সমর্থককে।
একটি প্ল্যাকার্ড দেখে আবেগ ধরে রাখতে পারেননি লিটন নিজেও। ক্ষুদে সমর্থকের আনা সেই প্ল্যাকার্ডের ছবি লিটন নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো। লিটন কুমার দাস।’
ক্ষুদে ভক্তের আনা সেই প্ল্যাকার্ড দেখে আবেগপ্রবণ হয়ে লিটন তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, `আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি। তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার ‘একজন ভক্ত’ আছে জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা (লিটনের মেয়ে), মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :