AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, নতুন বিতর্ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৩ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, নতুন বিতর্ক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হল নতুন বিতর্ক। এবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে ভারতের জার্সি। আসলে জানা যাচ্ছে নিজেদের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি জানিয়েছে বিসিসিআই। এরপরেই নতুন বিতর্ক শুরু হয়েছে।

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে, তবে পাকিস্তানই অফিসিয়াল আয়োজক দেশ হিসেবে থাকবে। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি।

বিসিসিআই যেহেতু পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার জানিয়েছে তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যৌথভাবে একটি ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করেছে। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে টিম ইন্ডিয়ার জার্সিতে আয়োজক দেশের নাম ‘পাকিস্তান’ লেখা নিয়ে ভারতের আপত্তি।

একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবির এক কর্মকর্তা বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি আনার অভিযোগ করেন। ওই কর্মকর্তা জানান, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, এই বিষয়টা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চায় না যে তাদের অধিনায়ক (রোহিত শর্মা) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে আসুক। এখন আবার তারা আয়োজক দেশের নাম (পাকিস্তান) নিজেদের জার্সিতে ছাপাতেও চায় না। আমরা বিশ্বাস করি, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এটি হতে দেবে না এবং পাকিস্তানের পক্ষ নেবে।’

বিসিসিআইয়ের কঠোর অবস্থানের কারণে, পাকিস্তানের অনেক প্রচেষ্টার পরেও ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত, পিসিবিকে ভারতের শর্ত মানতে বাধ্য হতে হয়। তবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে পাকিস্তানকেও আইসিসি আয়োজিত ভারতীয় টুর্নামেন্টে দল পাঠাতে না পাঠানোর সুযোগ করে দিতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক মাস আগেই নতুন এই বিতর্ক শিরোনামে উঠে এসেছে। যা টুর্নামেন্টের আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!