AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেয়ার প্রত্যয় আমিনুল হকের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩৯ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেয়ার প্রত্যয় আমিনুল হকের

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় ডিআরইউ চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও সময়ের আলো প্রত্রিকার প্রকাশক ফয়সাল আর ফেরদৌস।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। 
এসময় আমিনুল হক বলেন, সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। দেশ গঠনে সাংবাদিকের ভূমিকা  অপরিসীম।

আমিনুল হক আরো বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হবার পরে আমরা শহিদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। গত ১০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শহীদ জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই প্রথম সরাসরি কোনো খেলাধুলার আয়োজন করেছে। আমরা সবসময় চাই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে। এর মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলা হবে অন্যতম মাধ্যম। এর মাধ্যমে সুস্থ জাতি গড়তে চাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষণা দেন তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমিনুল হক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাকে আমরা সবাই একজন সেরা গোল কিপার হিসেবেই চিনি। তিনি এখন রাজনীতিতেও ভালো করছেন। আশা করি ওনার নের্তৃত্বে দেশ আরো এগিয়ে যাবে।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন (দায়িত্ব প্রাপ্ত), সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী খেলায় জয়লাভ করেন-নাজিউর রহমান সোহেল, আয়নাল হোসেন, শামীম আহমেদ, জাফর ইকবাল, তারিকুল ইসলাম মাসুম, আব্দুল্লাহ আল মামুন নিলয় ও হাসান জাবেদ।

 



একুশে সংবাদ/ এস কে 

Link copied!