AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানজিদের ব্যাটে ভর করে বিপিএলে টিকে রইল ঢাকা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৩ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
তানজিদের ব্যাটে ভর করে বিপিএলে টিকে রইল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ২৯তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম কিংসকে ৮ উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ৯০ রানের ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্সে ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা। 

বুধবার ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে ঢাকা।চিটাগং কিংস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। চিটাগং-এর হয়ে ওপেনার নাইম ইসলাম সর্বোচ্চ ৪৪ রান করেন। তবে তিনি ব্যাটিংয়ে কিছুটা ধীরগতির ছিলেন, ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় এই রান তোলেন। অন্যদিকে, জুবাইদ আকবরি ১৯ বলে ২৩ রান করলেও মোসাদ্দেক হোসেনের বলে আউট হয়ে যান।

গ্রাহাম ক্লার্ক, তালাত হুসাইন এবং শামিম হোসেন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে অধিনায়ক মিঠুন ৮ বলে ১২ এবং খালেদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে মোসাদ্দেক ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। নাজমুল ইসলামও সমানসংখ্যক উইকেট নিয়ে চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধ্বস নামান।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসান তামিম ও লিটন দাস ওপেনিং জুটিতে ভিত গড়ে তোলেন। তামিম দুর্দান্ত ফর্মে থেকে ৫৪ বলে ৯০ রানের এক ঝকঝকে ইনিংস উপহার দেন, যেখানে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। লিটন দাস ধীরগতিতে শুরু করলেও ২৮ বলে ২৫ রান করে বিদায় নেন।

মুনিম শাহরিয়ার ১৮ বলে মাত্র ১২ রান করে আউট হন। তবে তামিম এবং সাব্বির রহমান মিলে সহজেই ম্যাচ শেষ করেন। সাব্বির ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় ঢাকা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ হারলেও তৃতীয় স্থানে রয়েছে চিটাগং। যদিও ঢাকা আসরে সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে। হাতে রয়েছে আর ২ ম্যাচ। 

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!