AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই খেলবে ভারত!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০২ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই খেলবে ভারত!

চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। আইসিসির গাইডলাইন মেনেই ভারতের জার্সিতে টুর্নামেন্টের লোগো ছাপবে দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।ফলে কোহলিদের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম। 

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আজ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‍‍`ক্রিকবাজ‍‍`-এ এমনটাই জানিয়েছেন। চলমান বিতর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, ‍‍`আইসিসি যে গাইডলাইন দিয়েছে, আমরা সেটাকেই অনুসরণ করবো। ‍‍` আইসিসির অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তান লেখা আছে, সেটির ব্যাপারে জানতে চাইলে বিসিসিআই সচিব বলেন, ‍‍`আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করবো। ‍‍`

আইসিসির অফিসিয়াল লোগোর নীচে পাকিস্তান রয়েছে বলে উল্লেখ করা হলে, সাইকিয়া পুনরুল্লেখ করে বলেন, ‘আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করব।’

এদিকে, শোনা যাচ্ছিল টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাকিস্তান বোর্ডও। অবশ্য শেষ পর্যন্ত রোহিত পাকিস্তানে যাবেন কি না বিষয়টি নিশ্চিত করেননি সাইকিয়া।

এর আগে, আইসিসির এক কর্তা বলেন, ‘জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব। এই নিয়ম অংশগ্রহণকারী প্রতিটা দেশ মানতে বাধ্য।’ শোনা যাচ্ছে, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফির লোগো জার্সিতে না রাখে তা হলে কড়া শাস্তি দেয়া হতে পারে। যদিও আইসিসি আনুষ্ঠানিতভাবে কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তান বোর্ডও জানিয়েছে, ভারত যে লোগো লাগাবে না জার্সিতে এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

জল্পনার শুরু হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তার কথার সূত্র ধরে। তিনি জানান, ‘বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।’

ভারত প্রথম থেকেই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলার বিপক্ষে ছিল। যে কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই প্রতিযোগিতার আয়োজন করে। ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। সেমিফাইনাল এবং ফাইনালে যদি রোহিত শর্মারা ওঠেন, তা হলে সেই সব ম্যাচও হবে দুবাইয়ে। আয়োজক পাকিস্তান যে নিয়ম মেনে নিতে বাধ্য হয়। তবে তারা পাল্টা ভারতে খেলতে না আসার কথা বলে। আগামী দিনে আইসিসির কোনো প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না পাকিস্তান। সেগুলোও হাইব্রিড মডেলে হবে।

একুশে সংবাদ/ এস কে

 

 


 

 

 

Link copied!