‘অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে’ অন্তর্ভুক্ত হলেন মাইকেল ক্লার্ক। বুধবার (২৩ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ৪৩ বছর বয়সী ক্লার্ক হলেন অস্ট্রেলিয়ার ৬৪তম ক্রিকেটার, যিনি এই সম্মানে ভূষিত হলেন।
সাবেক এই অজি অধিনায়ক তার ১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার রান সংখ্যা ১৭,০০০ এরও বেশি। ৪৭টি টেস্টে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক অস্ট্রেলিয়াকে ২০১৩-১৪ অ্যাশেজে ৫-০ ব্যবধানে ঐতিহাসিক জয় এবং ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে সম্মান পেয়ে ক্লার্ক বলেন, ‘এত সব অসাধারণ খেলোয়াড়, আদর্শ এবং রোল মডেলের পাশে বসতে পারা আমার জন্য বিশাল সম্মানের। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সবাই কথা বলে, কিন্তু আমার জন্য এটি শুরু হয়েছিল মাত্র ছয় বছর বয়সে। ৩৪ বছর বয়সে অবসর নিয়েছি, তবে ক্রিকেট ছিল আমার জীবনের মূল অংশ এবং এখনো সেই জায়গা ধরে রেখেছে।’
অনুষ্ঠানে হল অব ফেমের চেয়ারম্যান পিটার কিং বলেন, ‘মাইকেলের অসাধারণ প্রথম শ্রেণির ক্যারিয়ার মাত্র ১৭ বছর বয়সে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়। এখানেই তিনি অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্ম দিয়েছেন, যার মধ্যে ২০১২ সালে ভারতের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইকেল অস্ট্রেলিয়ান জনগণের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। সর্বকালের সেরাদের কাতারে স্থান করে নিয়েছেন ক্লার্ক।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :