ভারতের টি-টোয়েন্টি দল থেকে এখন তিনি অনেকটাই দূরে। তবু দেশের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট ছিল তার। সেই যুজবেন্দ্র চাহালের রেকর্ড ভেঙে দিয়েছেন অর্শদীপ সিংহ। বুধবার ইডেন গার্ডেন্সে দু’টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। ম্যাচের পর কান ধরে চাহালের কাছে ‘ক্ষমা’ চেয়ে নিয়েছেন আর্শদীপ সিং।
ইডেনে ভারত জেতার পর ম্যাচ সেরা ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং আর্শদীপের একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। তাকে চাহালের রেকর্ড ভাঙার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অর্শদীপ ক্ষমা চাওয়ার ভঙ্গিতে ‘যুজি ভাই’ বলে কান ধরেন। পুরোটাই করা মজার ছলে। সেটা বুঝতে পেরেছেন চাহালও। তিনি অবশ্য নাটকীয় কোনও প্রতিক্রিয়া দেননি। সমাজমাধ্যমে ‘শুভেচ্ছা আর্শদীপ পাজি’ লিখেছেন।
ম্যাচের তৃতীয় বলেই ফিল সল্টকে ফেরান আর্শদীপ। এর পর আউট করেন বেন ডাকেটকে। সেই সম্পর্কে বলেছেন, “দারুণ লাগছে। কঠোর পরিশ্রম কাজে লেগেছে দেখে ভাল লাগছে। দেশের হয়ে আরও বেশি উইকেট নেওয়ার চেষ্টা করব।”
তবে নিজের থেকে বেশি বরুণকে নিয়ে কথা বলেছেন আর্শদীপ। টি-টোয়েন্টিতে মাঝের দিকের ওভারে যে ভাবে উইকেট নেন বরুণ তার প্রশংসা করেছেন পাঞ্জাবের বোলার। আর্শদীপের কথায়, “ইদানীং বরুণ দারুণ বল করছে। মাঝের দিকে উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারদের সেই সময় আউট করা না গেলে পরের দিকে ওরা আগ্রাসী খেলবে। তখন ডেথ ওভারে বল করতে সমস্যা হবে। এর আগেও মাঝের দিকের ওভারে প্রচুর উইকেট নিয়েছে বরুণ। তাই শেষের দিকে অনেক খোলা মনে বল করতে পেরেছি আমরা।”
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :