২০২৪ সালে ভারত মোটে ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। সেই কারণেই আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা করে নিতে পারেননি কোনও ভারতীয় ক্রিকেটার। তবে সারা বছরে ভারত টেস্ট খেলেছে বিস্তর। সঙ্গত কারণেই ব্যক্তিগত পারফর্ম্যান্সের ঝলকানিতে একাধিক ভারতীয় তারকা জায়গা করে নেন আইসিসির বর্ষসেরা টেস্ট দলে।
ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখেই আইসিসি ২০২৪ সালের বর্ষসেরা টেস্ট একাদশ বেছে নেয়। মোট তিনজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন সেই তালিকায়। উল্লেখযোগ্য বিষয় হল, সেরা একাদশে জায়গা পাননি রোহিত-কোহলি। তবে সঙ্গত কারণেই জসপ্রীত বুমরাহ রয়েছেন বর্ষসেরা দলে। এছাড়া টেস্ট একাদশে রয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জসওয়াল ও সুপারস্টার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আইসিসির বর্ষসেরা টেস্ট দলের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন অজি দলনায়ক প্যাট কামিন্স।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল
যশস্বী জসওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (ইংল্যান্ড, উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া, ক্যাপ্টেন), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জসপ্রীত বুমরাহ (ভারত)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :