AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজে ভারতের লক্ষ্য ডাবল লিড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩২ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
সিরিজে ভারতের লক্ষ্য ডাবল লিড

প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড। চেন্নাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।

স্পিনার বরুণ চক্রবর্তী এবং ওপেনার অভিষেক শর্মার দুর্দান্ত নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় ইংল্যান্ড। বরুণ ৩টি, অর্শদীপ সিং-অক্ষর প্যাটেল-হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন।

১৩৩ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। ওপেনার অভিষেকের ৩৪ বলে ৫টি চার ও ৮টি ছক্কা সাজানো ৭৯ রানের বিধ্বংসী ইনিংসে ৪৩ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে আত্মবিশ্বাসী ভারত। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমাদের লক্ষ্য ছিলো জয় দিয়ে সিরিজ শুরু করা। সেই লক্ষ্য সহজেই পূরণ হয়েছে। ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে। এবার লক্ষ্য পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখা। সিরিজে ডাবল লিড নিতেই আমরা মাঠে নামবো।’

প্রথম ম্যাচে ইংল্যান্ডের হয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক জশ বাটলার। ৮টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন তিনি। এছাড়া আর কোন ব্যাটারই ২০ রানের ঘরে পা রাখতে পারেনি।

এমনকি ভারতীয় ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করতে পারেনি ইংলিশ বোলাররা। সফরকারী বোলারদের উপর চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছে ভারতীয় ব্যাটাররা। সিরিজে সমতা ফেরাতে দলের কাছ থেকে ভালো পারফরমেন্স প্রত্যাশা করছেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।

দ্বিতীয় ম্যাচ নিয়ে বাটলার বলেন, ‘প্রথম ম্যাচে বাজে পারফরমেন্সেন জন্য আমরা হেরেছি। আমি বিশ্বাস করি ছেলেরা দ্রুতই নিজেদের সেরাটা মাঠে দেখাবে। ভারতের কন্ডিশনে জয় পেতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। ব্যাটারদের বড় ইনিংসের সাথে বোলারদের ১০ উইকেট শিকার করতে হবে। পাশাপাশি ফিল্ডারদের বড় অবদান রাখতে হবে। কিন্তু প্রথম ম্যাচে আমাদের কোন কিছুই ঠিকঠাক হয়নি। আশা করি দ্বিতীয় ম্যাচেই দলের কাছ থেকে সেরা পারফরমেন্স দেখতে পাবো।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এরমধ্যে জয়ের পাল্লা ভারী ভারতের দিকে। ১৪টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। ইংলিশদের জয় ১১টিতে। 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!