২০২৪ সালের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই দলকে নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ডের সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার আছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার আছেন ভারতের। এছাড়াও একাদশে নিউজিল্যান্ডের দু’জন এবং অস্ট্রেলিয়া ও শ্রীলংকার একজন করে ক্রিকেটার রাখা হয়েছে।
গত বছরের দারুণ পারফরমেন্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের কোন ক্রিকেটারেরই বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি।
ইংল্যান্ডের চার ক্রিকেটার হলেন- বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়ালের সাথে আছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ।নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে সুযোগ হয়েছে ম্যাট হেনরির।অস্ট্রেলিয়ার কামিন্স ও শ্রীলংকার কামিন্দু মেন্ডিসের একাদশে সুযোগ হয়েছে।
ভারতের জয়সওয়ালের সাথে ওপেনিংয়ে রাখা হয়েছে ডাকেটকে। গত বছর জয়সওয়াল ১৪৭৮ রান এবং ডাকেট ১১৪৯ রান করেন। এর মাধ্যমে জয়সওয়াল দ্বিতীয় ও ডাকেট তৃতীয় সর্বোচ্চ রান করেন।
ব্যাটিং অর্ডারে তিন নম্বরে আছেন উইলিয়ামসন। ৯ ম্যাচে ১০১৩ রান করেছিলেন তিনি। মিডল অর্ডারে থাকছেন রুট-ব্রুক ও কামিন্দু। গত বছর সর্বোচ্চ ১৫৫৬ রান করেছিলেন রুট।
ব্রুকের ব্যাট থেকে এসেছিলো ১১০০ রান। শ্রীলংকার কামিন্দু মেন্ডিস করেছিলেন ১০৪৯ রান।দলের উইকেটরক্ষক হিসেবে আছেন স্মিথ। গত বছর তার ব্যাট থেকে আসে ৬৩৭ রান। অলরাউন্ডার হিসেবে দলে আছেন কামিন্স ও জাদেজা। অধিনায়ক হিসেবে সেরা সাফল্যগুলো পাবার পাশাপাশি ৩৭ উইকেট ছাড়াও ৩০৬ রান করেছিলেন কামিন্স। গত বছর ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপাশি বল হাতে ৪৮টি উইকেট নিয়েছেন জাদেজা।
২০২৪ সালে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বুমরাহ। ১৩ ম্যাচে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট শিকার করেছিলেন তিনি।
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা), জেমি স্মিথ (ইংল্যান্ড, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া, অধিনায়ক), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জসপ্রিত বুমরাহ (ভারত)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :