AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪০ এএম, ২৬ জানুয়ারি, ২০২৫
সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি

সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে ২৩ বছরে পা দিলেন। আর সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে দেখা মিলল বেশ কিছু ক্রিকেটারের। আর সেই পার্টির একাধিক ক্যান্ডিড মুহূর্তের ছবি এদিন ভাইরাল হয়েছে। কিন্তু এর মধ্যে একটি ছবিতে বিশেষ ভাবে নজর আটকেছে নেটপাড়ার। শুধু তাই নয়, সেই ছবি নিয়ে রীতিমত শুরু হয়েছে জল্পনা, চর্চা।

জনাই নিজেই এদিন ইনস্টাগ্রামে তাঁর জন্মদিনের পার্টির একাধিক ছবি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ ঘনিষ্ট হয়ে পাশাপাশি বসে আছেন। শুধু নাই নয় তাঁদের হাসিমুখে গভীর কিছু নিয়ে আলোচনাও করতে দেখা যাচ্ছে। এই বিষয়ে বলে রাখা ভালো, ছবিতে সিরাজকে মুগ্ধ চোখে জনাইকে দেখতে দেখা যাচ্ছে। আর তাঁদের এই ছবি নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই সন্দেহ করছেন যে তাঁরা দুজন হয়তো প্রেম করছেন।

জন্মদিনের দিন ঠাকুমা আশা ভোঁসলে, জ্যাকি শ্রফ এঁদের উপস্থিতিতে কেক কাটেন তিনি। জনাই এদিন একটি কালো ড্রেস পরেছিলেন। সিরাজকেও অল ব্ল্যাক লুকে দেখা যায়।

এক ব্যক্তি লেখেন, ‍‍`আপনি কি সিরাজ ভাইজানকে বিয়ে করছেন?‍‍` কেউ আবার লেখেন, ‍‍`ভাবিজি আপনি খালি গুজরাট টাইটানসকে কেন ফলো করেছেন?‍‍` তৃতীয় ব্যক্তি লেখেন, ‍‍`এতদিন সন্দেহ ছিল। এবার সেটা সত্যি হল।‍‍`

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, জনাই কিন্তু ঠাকুমার দেখানো পথে হাঁটেননি, তবে শীঘ্রই যুক্ত হতে চলেছেন বলিউডে। হ্যাঁ তাঁর বি টাউনে অভিষেক হবে শীঘ্রই। দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ ছবির মাধ্যমে তিনি পা রাখছেন বিনোদন জগতে।

 

 

 


একুশে সংবাদ/ এস কে


 

Shwapno
Link copied!