AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠে নামার পরীক্ষায় পাস আলিস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩৮ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৫
মাঠে নামার পরীক্ষায় পাস আলিস

চলমান বিপিএলের চিটাগং কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি, তবে সম্প্রতি তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। যার ফলে ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন এই ডান হাতি স্পিনার। সেই পরীক্ষায় পাস করেছেন তিনি। 

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আলিসের ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।

অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে এরপর গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলছেন তিনি। সে দিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে। এরপর গত ২৫ জানুয়ারি (শনিবার) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আলিস।

এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডাইনামাইটসের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। সেবারও পরীক্ষা দিয়ে আবার ক্রিকেটে ফিরেছিলেন তিনি।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!