অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলির নজর এখন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের দিকে। আসলে টানা তৃতীয়বারের মতো আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া, তবে দল এখানেই থামতে রাজি নয়। আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ের পরে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন অ্যালিসা হিলি জানিয়েদিলেন তাঁরা এখন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপকে লক্ষ্য করছেন।
২০২৪ সাল দুর্দান্তভাবে শেষ করেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি পাকা করেছে তারা। একইসঙ্গে অ্যাশেজ সিরিজেও আধিপত্য দেখিয়ে প্রথম চারটি ম্যাচ সহজেই জিতে ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। এরপরে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ জিতে হিলি বলেন, ‘গত চক্রে আমরা বেশ ধারাবাহিকভাবে ওয়ানডে ক্রিকেট খেলেছি, তাই মেয়েরা এই সাফল্য উদযাপন করতে উচ্ছ্বসিত।’
চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দের মাঝেই ভবিষ্যতের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। হিলি আরও বলেন, ‘গত চক্রটি ছিল সত্যিই উত্তেজনাপূর্ণ ছিল। শেষ দুই-একটি সিরিজের উপর নির্ভর করছিল কারা শিরোপা জিতবে—এটি খুব রোমাঞ্চকর ছিল। আমাদের জন্য শেষ দিকের পারফরম্যান্সগুলো গুরুত্বপূর্ণ ছিল। এবং মেয়েরা ট্রফি জিতে সত্যিই আনন্দিত। আশা করি, এটি আমাদের পরবর্তী চক্রেও ভালো কিছুর ইঙ্গিত দেবে।’
বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার বিষয়টি সবসময়ই ছিল হিলির নজরে। দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি বলেন, ‘চ্যাম্পিয়নশিপের একটি বড় লক্ষ্যই হল শীর্ষস্থান ধরে রাখা, যাতে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা যায়!’ কিন্তু শুধু বিশ্বকাপ কোয়ালিফিকেশন নয়, দলের খেলার ধরন ও ধারাবাহিক পারফরম্যান্সেও তিনি খুশি।
অ্যালিসা হিলি আরও বলেন, ‘এই চক্রটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, তা জানা খুব গুরুত্বপূর্ণ। এটি ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালো লক্ষণ। আমরা ভালো ক্রিকেট খেলছি, এটা জানা দলের জন্য উজ্জীবিত হওয়ার বিষয়। তবে এটি বিশ্বকাপ, যেখানে অন্য অনেক দলই ট্রফির জন্য লড়বে। তাই আমরা সেখানে গিয়ে চ্যালেঞ্জ নেওয়ার জন্য রোমাঞ্চিত।’
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে এবং তাদের লক্ষ্য আরও একটি বিশ্বকাপ জয় করা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :