AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী ফুটবল ম্যাচে হামলার ঘটনায় বাফুফের বিবৃতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৪২ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫
নারী ফুটবল ম্যাচে হামলার ঘটনায় বাফুফের বিবৃতি

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় ম্যাচ স্থগিত করা হয়। হামলা-ভাঙচুর করে ম্যাচ ভণ্ডুল করার ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে,  ‍‍`বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী।‍‍`

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‍‍`বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।‍‍`

নারীদের ফুটবলে বাধা দেয়ার ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচিত হচ্ছে। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারও বিব্রত। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়েও এই ঘটনা আলোচিত হয়েছে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে।

 


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!