AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবার এক সঙ্গে আম্পায়ারিংয়ে নামছেন দুই ভাই


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩১ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫
প্রথমবার এক সঙ্গে আম্পায়ারিংয়ে নামছেন দুই ভাই

মাঠে দুই ভাই এক সঙ্গে খেলার ঘটনা নতুন বিষয় নয়। তবে মাঠে আম্পায়ারিংয়ে দায়িত্ব পালন করতে দুই ভাইকে দেখা যায়না খুব একটা।তেমনি একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে আজকের (বৃহস্পতিবার) বিপিএল ম্যাচে। দেশের ক্রিকেটে প্রথমবার দুই ভাই এক সঙ্গে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পালন করবেন।আজকের দিনের বিপিএলের দ্বিতীয় ম্যাচে দেখা যাবে আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমনকে।     

আজ সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স।এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আলী আরমান রাজন এবং কামরুজ্জামান লিমন দায়িত্ব সামলাবেন চতুর্থ আম্পায়ারের। লিমন-রাজন দুজনই আপন ভাই। তারা দেশের ক্রিকেট এবং বিপিএলে প্রথমবারের মতো এক সঙ্গে ম্যাচ পরিচালনার রেকর্ড গড়তে চলেছেন।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনার নজির রয়েছে, যদিও সেটি হাতে গোনা কয়েকবার। ২০১১ সালে একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন দক্ষিণ আফ্রিকার বোল্যান্ডার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক। ইরাসমাস তিন ফরম্যাটেই দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আর এই এক্ষেত্রে হোল্ডস্টকের অভিষেকই হয় ২০১১ সালে। অন্যদিকে, একই ম্যাচে না হলে সমসাময়িক কালে ভিন্ন ম্যাচ পরিচালনার ঘটনা আছে আরও কয়েকটি ভাই জুটির।

বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এক সঙ্গে ম্যাচ পরিচালনা করতে যাওয়া রাজন-লিমন দুই ভাই অনুভূতি জানিয়েছেন। লিমন বলেন, ‘আমার বড় ভাই (রাজন) আজ টিভি আম্পায়ার হিসেবে থাকবে এবং আমি থাকব চতুর্থ আম্পায়ার হিসেবে। আমার জানামতে দুই ভাই এরকম কোন দেশেই এভাবে আম্পায়ারিং করে নাই। ঢাকা প্রিমিয়ার লিগে আমারা একসঙ্গে ফিল্ড আম্পায়ারও ছিলাম। দুই ভাই যখন আম্পায়ারিং শুরু করি একসঙ্গেই কোয়ালিফাই করছিলাম।’

তিনি আরও বলেন, ‘দুজনের জার্নিটা একসঙ্গে চলছে আলহামদুলিল্লাহ। নিজেরা সবসময় নিজেদের ভেতর কথা বলি এবং কাজগুলো করতে পারি একই সাথে। এ নিয়ে নিজেদের মধ্যেও ভালো লাগা কাজ করে। ভাই ভালো করলে ভালো লাগে, আমি ভালো করলেও উনি প্রশংসা করে।’

একই সুখানুভূতি বড় ভাই রাজনের কণ্ঠেও, ‘আম্পায়ারিং এতদিন ধরে একসঙ্গে করছি, কিন্তু এই প্রথমবার বিপিএল ম্যাচে থাকব। অনেক ভালো লাগার ব্যাপার এটা। বাংলাদেশ ইতিহাসে প্রথম যে দুই ভাই একসাথে ম্যাচ (পরিচালনা) করতেছে। যে কারণে পরিবারেও অন্যরকম আনন্দ দেখা যাচ্ছে।’

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!