AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে শিক্ষা সফর


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৫:০৭ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫
দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে শিক্ষা সফর

গোদাগাড়ীতে আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করে যশোরের গণগবেষণা দলে শিক্ষা। উন্নয়ন ও গবেষণা নিয়ে কর্মরত রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে যশোরের গণগবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীর ২৮ ও ২৯ জানুয়ারী রিশিকুল ইউনিয়নের মান্ডইল ও তালাই কুন্দলিয়া, মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার ও আদাড়পাড়া, পাকড়ী ইউনিয়নের পাকড়ী জাওইপাড়া এবং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে গঠিত গণগবেষণা দলগুলো পরিদর্শন করে সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন।


উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৪টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।


সফরকারী দলে ছিলেন মিনা বিশ্বাস, চৈতন্য দাস, পলাশ পাল, লিলি বিশ্বাস, ঝর্ণা রায়, শিখা দাস ও সেজুতি মণ্ডল এবং স্বাগতিক দলে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। উল্লেখ্য, রাজশাহীর ৭ জন গণগবেষক ইতোপূর্বে যশোরের মাঠ পরিদর্শন করে।


একুশে সংবাদ////র.ন

Link copied!